reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০১৮

দ্বিতীয়ার্ধের শুরুতেই ১-১ সমতা

রাশিয়া বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে নেমে প্রথমার্ধে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ১-১ সমতা আনল নাইজেরিয়া। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করলেন মোজেস। এর আগে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। ম্যাচের ১৪তম মিনিটে গোলটি করেন লিওনেল মেসি। মেসির এই গোলটি রাশিয়া বিশ্বকাপের শততম গোল। আর রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বসেরা ফুটবল ক্লাব বার্সেলোনার তারকা লিওনেল মেসির এটি প্রথম গোল। আর্জেন্টিনা ফুটবলে সবসময়ই ত্রাতা হয়েছিলেন মেসি। এবারও খাদের কিনারায় থাকা দলের সাহায্যে শুরুতেই এগিয়ে এসেছেন তিনি। আজকের এই ম্যাচে জিততেই হবে এমন সমীকরণে মাঠে নেমেছে আর্জেন্টিনা। সেই সঙ্গে তাদের প্রার্থনা করতে হবে ক্রোয়েশিয়া-আইল্যান্ডের ম্যাচে আইসল্যান্ডের পরাজয়। তবেই শেষ ষোলতে উঠার সুযোগ তৈরি হবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist