reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০১৮

বিশ্বকাপে আজকে ৪ ম্যাচ

আটটি গ্রুপে ৩২টি দল নিয়ে রাশিয়ায় চলছে ফুটবলের সবচেয়ে বড় আসর। গত ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের ২১তম আসরে এরইমধ্যে ৩২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাঠে গড়াবে আরও চারটি ম্যাচ। এতে মুখোমুখি হবে সৌদি আরব-মিশর, উরুগুয়ে-রাশিয়া, ইরান-পর্তুগাল ও স্পেন-মরক্কো।

দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে সৌদি আরব-মিশর। গ্রুপ ‘এ’ থেকে দুটি দেশই প্রথম পর্বে তাদের শেষ ম্যাচ খেলতে নামবে। এর আগের দুই ম্যাচে দুটি হার নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে মিশর, আর একই সংখ্যক ম্যাচে একই সংখ্যক হার নিয়ে সৌদি আরব আছে টেবিলের তলানিতে।

একই সময়ে রাশিয়ার আরেক মাঠে মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া ও উরুগুয়ে। গ্রুপ ‘এ’ থেকে দুই ম্যাচে দুই জয় নিয়ে সবার উপরে আছে স্বাগতিকরা। অবশ্য প্রতিপক্ষ উরুগুয়েও কম যায় না। তাদেরও আছে দুই ম্যাচে দুই জয়। তবে গোলের ব্যবধানের কারণে তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে।

রাত ১২টায় আছে দুটি ম্যাচ। খেলবে ইরান-পর্তুগাল ও স্পেন-মরক্কো। গ্রুপ ‘বি’ তে দুই ম্যাচে এক জয় ও এক ড্রতে সবার উপরে আছে স্পেন। একই ফলাফল নিয়ে টেবিলের দুইয়ে আছে রোনালদোর পর্তুগাল। দুই ম্যাচে এক জয় ও এক হারে ইরান আছে তিনে আর দুই মক্যাচে দুই হারে সবার শেষে আছে মরক্কো। ম্যাচ তিনটি যথাক্রমে ভলগোগ্রাদ এরিনা, সামারা এরিনা, সারানস্কো ও কালিনিনগ্রাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফুটবল বিশ্বকাপ,ইরান-পর্তুগাল,সৌদি আরব-মিশর,স্পেন-মরক্কো,উরুগুয়ে-রাশিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist