reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুন, ২০১৮

ব্রাজিল-কোস্টারিকা প্রথমার্ধ গোলশূণ্য

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল-কোস্টারিকার আজকের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূণ্য অবস্থায়। এর আগে ২ ম্যাচ শেষে একটিতে ড্র ও একটিতে পরাজয়বরণ করে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায়ের পথে ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ভয় অনেকটাই চেপে ধরেছে ব্রাজিল সমর্থকদের। আজকের ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না ব্রাজিল। অন্যদিকে বিশ্বকাপে টিকে থাকতে হলে আজ জিততেই হবে কোস্টারিকাকে।

ব্রাজিল তাদের প্রথম ম্যাচে সুইসদের বিপক্ষে ড্র করে আর কোস্টারিকা এক গোলে সার্বিয়ার বিপক্ষে পরাজয়বরণ করে। সুইদের সঙ্গে ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে বেশিবার ফাউলের শিকার হলে এ ম্যাচে নেইমারের খেলা নিয়ে সংশয় জাগে। অবশেষে সবকিছু উড়িয়ে দিয়ে ব্রাজিলের মূল একাদশে ফিরেছেন এ সুপারস্টার।

আজকের ম্যাচে ব্রাজিল দলে একটি পরিবর্তন এনেছে ব্রাজিল। ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন দানিলো। তার পরিবর্তে দলে এসেছেন ফগনার। ওদিকে তারা আগের ম্যাচে অধিনায়ক হিসেবে মার্সেলোকে দিলেও এ ম্যাচে দায়িত্ব পেয়েছেন থিয়াগো সিলভা। আজ কোস্টারিকার বিপক্ষে ঐতিহ্যবাহী হলুদ রঙের জার্সিতে নয় বরং নীল রঙের জার্সিতে মাঠে নেমেছে ব্রাজিল। এদিকে আগের ম্যাচে সর্বাধিক ফাউলের শিকার হওয়া নেইমারকে এ ম্যাচে অন্যায়ভাবে কোস্টারিকা আক্রমণ করবে না বলে ম্যাচের আগে ঘোষণা দিয়েছেন কোস্টারিকা কোচ রামিরেজ।

রামিরেজ বলেন, নেইমার খুবই স্কিলড একজন খেলোয়াড় এবং এটা সত্যি যে আমরা দেখেছি, অন্যরা কিভাবে তাকে আক্রমণাত্মকভাবে আটকানোর চেষ্টা করেছে। আমাদের নিজস্ব ধারা আছে এবং আমরা দেখবো কি হয়। আমরা দেখবো। সম্ভবত আমরা তাকে দুইজন দিয়ে আটকে রাখবো। কিন্তু আমরা তার বিপক্ষে কোন অন্যায় আক্রমণ দেখতে চাই না। আমার খেলোয়াড়েরা জানে কি করতে হবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রথমার্ধ গোলশূণ্য,ব্রাজিল,কোস্টারিকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist