reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০১৮

এবারের বিশ্বকাপের প্রথম লালকার্ড কলম্বিয়ার সানচেজের

রাশিয়া বিশ্বকাপের প্রথম লালকার্ড হজম করে মাঠ ছাড়া হতে হলো ৬ নম্বর জার্সিধারী কলম্বিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস সানচেজকে। ডিবক্সের মধ্যে হাতে বল ধরার অপরাধে তাকে এ লালকার্ড দেখানো হয়। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় দেশটি। এর আগে ৩ মিনিটের মাথায় জাপানের কাগাওয়াকে ডি বক্সের ফাউল করে লাল কার্ড দেখেন কার্লোস সানসেজ। রাশিয়া বিশ্বকাপে এটিই কোন প্রথম লাল কার্ড খাওয়ার ঘটনা। পরে পেনাল্টি থেকে গোল করে নিজ দেশকে এগিয়ে দেন কাগাওয়া। এর আগে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মরদোভা স্টেডিয়ামে গ্রুপ পর্বের লড়াইয়ে মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও জাপান। এদিকে জাপানের বিপক্ষে নিজদের প্রথম ম্যাচে গত বিশ্বকাপের নায়ক হামেস রদ্রিগেজকে ছাড়াই মাঠে নেমেছে কলম্বিয়া। আর প্রথমবারের মতো বিশ্বকাপ ম্যাচে খেলতে নেমেছেন কলম্বিয়ার হয়ে সবচেয়ে বেশি গোল করা তারকা রাদামেল ফ্যালকাও। গ্রুপ ‘এইচ’র প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে কলম্বিয়া-জাপান। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করার দাবীদার কলম্বিয়া। আর এশিয়ান ফুটবলের ক্ষয়িষ্ণু পরাশক্তি জাপানের জন্য নিজেদের গর্বের অতীত ফেরানোর মঞ্চ আজকের ম্যাচ।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রথম লালকার্ড,বিশ্বকাপ,কলম্বিয়া,কার্লোস সানচেজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist