reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুন, ২০১৮

ক্ষমা চাইলেন ম্যারাডোনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ শেষ হওয়ার পর কাঠগড়ায় আর্জেন্টিনার দুই কিংবদন্তি। একজন লিওনেল মেসি। পেনাল্টি ফস্কানোর জেরে। অন্যজন দিয়েগো ম্যারাডোনা। ভিআইপি বক্সে বসে নিজের আচরণের জন্য।

কী করেছেন ম্যারাডোনা? তার বিরুদ্ধে প্রথম অভিযোগ বর্ণবিদ্বেষী আচরণের। দ্বিতীয়টি নিয়ম ভাঙার। বলা হচ্ছে, মাঠে উপস্থিত দক্ষিণ কোরিয়ার এক সমর্থকের উদ্দেশে নাকি বর্ণবিদ্বেষমূলক অঙ্গভঙ্গি করেন আর্জেন্টিনার কিংবদন্তি।

রোববার সকালে নিজের ফেসবুক পেজে অভিযোগের জবাব দেন ম্যারাডোনা। লিখেছেন, ‘দেখলাম একজনকে ঘিরে জটলা। ছবি তোলা হচ্ছিল। আমি ওদের সবাইকে বলি, দেখ এশিয়ার মানুষও আমাদের সমর্থন করছে। এটা দারুণ ব্যাপার।’

দ্বিতীয় ঘটনা ম্যারাডোনার চুরুট খাওয়া নিয়ে। স্টেডিয়ামে ফিফার বিশাল হোর্ডিং টাঙানো। লেখা ছিল, ‘তামাকমুক্ত ফিফা বিশ্বকাপে আপনাকে স্বাগত।’ তার কাছাকাছি বসেই ম্যারাডোনাকে চুরুট খেতে দেখা যায়।

এ নিয়ে বিতর্ক হয়, যা থামাতে ফেসবুকে তিনি লেখেন, ‘সত্যি বলছি, আমি জানতামই না স্টেডিয়ামে কেউ ধূমপান করতে পারবে না। ক্ষমা চাই।’ সবাইকে আর্জেন্টিনা দলের পাশে দাঁড়ানোর আবেদন করেন তিনি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্ষমা,ম্যারাডোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist