reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০১৮

ভক্তদের হতাশ করলো ব্রাজিল

এবারের বিশ্বকাপে অঘটন যেন ঘটেই চলছে। শনিবার নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ড্র (১-১) নিয়ে ড্র করে আর্জেন্টিনা। রোববার রাতে সেই দশাই হলো চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরও। দুর্বল সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো সাম্বার দেশকে। তাও আবার একই ব্যবধানে, ১-১ সমতায়।

খেলার শুরুতে রোস্তভ অন ডনে সতর্ক শুরু ব্রাজিলের। প্রথমে ছোট ছোট পাসে খেলে দলটি। তবে তাতেও কাজ হচ্ছিল না। পরে পাসের কিছুটা দৈর্ঘ্য বাড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার সাফল্যও আসে। ২০ মিনিটে দূরপাল্লার শটে নিশানাভেদ করে দলকে লিড এনে দেন ফিলিপে কুতিনহো।

এরপর বেশ ছন্দময় ফুটবল উপহার দেয় ব্রাজিল। মুহূর্মহু আক্রমণে সুইজারল্যান্ডকে ঠেসে ধরেন নেইমাররা। তবে কাঙ্ক্ষিত সাফল্য আর আসেনি। এতে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় শিরোপাপ্রত্যাশীরা।

তবে সেই স্কোরলাইন ধরে রাখতে পারেননি নেইমাররা। গোলও হজম করেন তারা। ৫০ মিনিটে তাদের জালে বল জড়ান স্টিভেন জুবার। এতে সমতায় ফেরে সুইজারল্যান্ড।

এরপর ব্যবধান বাড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে ব্রাজিল। কিন্তু বারবারই সুইস গেটে আটকে গেছেন সেলেকাওরা। সুইসদের সাজানো ডিফেন্সে ব্রাজিলের আক্রমণভাগ শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি।

অন্যদিকে পেশি শক্তি দিয়ে দক্ষিণ আমেরিকার দেশটির ফুটবলারদের কয়েক দফা কোণঠাসা করে সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত সুইজারল্যান্ডের ইস্পাত-পাথর গেট টপকাতে পারেননি ব্রাজিলিয়ান ফুটবলাররা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্বকাপ ফুটবল,ব্রাজিল,সুইজারল্যান্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist