reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুন, ২০১৮

টেস্ট কী বুঝার আগেই খেলা শেষ আফগানদের

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সপ্তাহ খানেকের মাথায় টেস্ট খেলতে নেমেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি মেজাজে অভিষেক টেস্ট। আফগানিস্তান বলেই হয়তো সম্ভব হয়েছে।

এক সপ্তাহ আগেও এই ভারতের মাটিতে রশিদ খান, মুজিব উর রহমানের ঘূর্ণিতে কেঁপেছে তামিম-সাকিবরা। আর এখন তারাই কিনা কাঁপছে ভারতীয়দের বোলিং তোপে।

বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট ম্যাচ খেলতে নেমেছে আফগানিস্তান। টেস্ট ক্রিকেটের ২৩০৭তম ম্যাচে আফগানরা নিজেদের ঐতিহাসিক ম্যাচে ইতিহাস হয়েই থাকবে নিশ্চয়। কেননা অভিষেক টেস্টে আফগানিস্তান প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করেছে।

বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারত টস জিতে আগে বোলিংয়ে পাঠায় আফগানিস্তানকে। বল হাতে আফগানদের সেরা বোলাররা দাঁড়াতেই পারেনি ইন্ডিয়ান দুই ওপেনারের সামনে। রশিদ-নবীদের তুলোধুনো করেছেন বটে।

প্রথম ইনিংসে ভারতের দুই ওপেনারই পান শতক। মুরালি বিজয় করেন ১৫৩ বলে ১০৫ রান। শিখর ধাওয়ানের ব্যাটে আসে মাত্র ৯৬ বলে ১০৭ রান। ওয়ানডাউনে ব্যাট করতে এসে অর্ধশতকের দেখা পান লোকেশ রাহুল। আফগান বোলাররা প্রথম দিনের শেষভাগে কিছুটা প্রতিরোধ গড়লেও লোয়ার অর্ডারে হার্দিক পান্ডিয়ার ৯৪ বলে ৭১ রানের ইনিংসে রানের পাহাড় গড়ে ভারতীয়রা।

শেষ পর্যন্ত ১০৪.৫ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। আফগানদের হয়ে ইয়ামিন আহমাদযায়ী নেন ৩ উইকেট। অল্পের জন্য লজ্জা থেকে বেঁচে যাওয়া রশিদ খান নেন ১৫৪ রান দিয়ে ২ উইকেট। আরেক পেসার ওয়াফদার নেন দুই উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে ফলোঅনের লজ্জায় পড়ে আফগানিস্তান। প্রথম ইনিংসে একমাত্র মোহাম্মদ নবীই পার করেছেন ২০ রানের কোটা। তার ব্যাটে আসে সর্বোচ্চ ২৪ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রবি চন্দন অশ্বিন। ২ উইকেট করে নেন ইশান্ত শর্মা আর রবিন্দ্র যাদেজা।

দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও সেই একইপথে হেঁটেছে আফগানদের ব্যাটিং লাইনআপ। ভারতীয় বোলারদের সামনে বালুর বাঁধ ধসের মতোই ধসে পড়ে নবী-শাহাজাদদের উইকেট।

হাসমতউল্লাহ শাহিদির ৩৬ আর আসগর স্টানিকজাইয়ের ব্যাটে আসে ২৫ রান।

রবিন্দ্র যাদেজা নেন ৪ উইকেট, উম্মেশ যাদব নেন ৩ উইকেট, ইশান্ত শর্মার ২ আর অশ্বিনের ১ উইকেট।

দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৮.৪ ওভার ব্যাটিং করে ১০৩ রানে অলআউট হয়ে ৫ দিনের টেস্টে দুদিনেই হারের লজ্জা পেতে হয় অভিষিক্ত আফগানিস্তানকে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টেস্ট,বুঝা,আফগান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist