reporterঅনলাইন ডেস্ক
  ১২ জুন, ২০১৮

৩২ দলের চূড়ান্ত স্কোয়াড

বিশ্বকাপ-জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। আর মাত্র ২ দিন বাকি। এরপরই পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের।

বৃহস্পতিবার স্বাগতিক রাশিয়া আর সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের ২১তম আসর। ১৫ জুলাই পর্যন্ত ফুটবলের মহোৎসবে মাঠ মাতাবেন বিশ্বসেরা তারকারা।

শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নানা কৌশল আঁটা নিয়েই চিন্তা-ভাবনায় সময় কাটছে দলগুলোর কোচ-খেলোয়াড়দের। ইতোমধ্যে ৩২টি দলই ঘোষণা করেছে চূড়ান্ত স্কোয়াড। যদিও সেই ঘোষিত দলগুলোতে মন ভেঙেছে অনেক সমর্থকের। ইনজুরি, অফ ফর্মের কারণে অন্য সব আসরের মতো এই আসরেও থাকছেন না বেশ কিছু তারকা ফুটবলার।

এই যেমন অ্যান্টোনি মার্শিয়াল, সানে, মৌরো ইকার্দি, আলভারো মোরাতা, মারিও গোটসের মতো তারকারা জায়গা পাননি রাশিয়া বিশ্বকাপের স্কোয়াডে। আবার ইনজুরির কারণে দানি আলভেস, দিমিত্রি পায়েত, সার্জিও রোমেরোর মতো অনেক তারকাকেও দেখা যাবে না রাশিয়া বিশ্বকাপে।

বিশ্বকাপ শুরুর আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ৩২টি দলের স্কোয়াড—

গ্রুপ এ রাশিয়া

গোলরক্ষক: ইগোর আকিনফিভ, ভ্লাদিমির গাবুলোভ, আন্দ্রে লুনেভ।

ডিফেন্ডার: ভ্লাদিমির গ্রানাত, ফেদোর কুদ্রাইয়াসহোভ, ইলা কুতেপোভ, আন্দ্রে সেমেনোভ, সের্গেই ইগনাশিভিচ, মারিও ফের্নান্দেস, ইগোর স্মোলনিকভ।

মিডফিল্ডার: ইউরি গাজিন্সস্কি, আলেকজান্দার গোলভিন, অ্যালান জিগোয়াভ, আলেকজান্দার রখিন, ইউরি জিরকভ, ডেলার কুজিয়াভ, রোমান জোবনিন, আনেকজান্দার সামিডোভ, আন্তন মিরানচুক, ডেনিস চেরিশিভ।

ফরোয়ার্ড: আর্টেম জুবা, আলেক্সি মিরানচুক, ফেদরে সমোলোভ।

সৌদি আরব

গোলরক্ষক: মোহাম্মদ আল হারাবি, ইয়াসির আল মুসাইলেম, আব্দুল্লাহ আল-মায়ুফ।

ডিফেন্ডার: মানসুর আল-হারবি, ইয়াসির আল-শাহরানি, মোহাম্মদ আল-ব্রেইক, মোতাজ হাওসায়ি, ওসামা হাওসায়ি, ওমর হাওশাসায়ি, আলি আল বুলাইহি।

মিডফিল্ডার: আব্দুল্লাহ আল খাইবারি, আব্দুল মালেক আল খাইবারি, আব্দুল্লাহ ওতায়েফ, তাইসির আল জসিম, হোসাইন আল মুগাহুই, সালমান আল ফরজ, মোহাম্মদ কানো, হাত্তান বাহেব্রি, সালেম আল দাওসারি, ইয়াহইয়া আল সেহরি।

ফরোয়ার্ড: মোহাম্মদ আল শাহলাওয়ী, মুহান্নাদ আসসিরি, ফাহাদ আল মুয়াল্লাদ।

মিসর

গোলরক্ষক: এসাম এল হাদারি, মোহামেদ এল শেনাউই, শেরিফ একরামি।

ডিফেন্ডার: আহমেদ ফাতহি, সা’দ সামির, আয়মান আশরাফ, মাহমুদ হামদি, মোহামেদ আবদেল-শাফি, আহমেদ হেগাজি, আলি গাবর, আহমেদ এল মোহাম্মদি, ওমর গাবের।

মিডফিল্ডার: তারেক হামেদ, শিকাবালা, আব্দাল্লাহ সাঈদ, সাম মুরসি, মোহামেদ এলনেনি, মাহমুদ কাহরাবা, রামাদান সোবহি, মাহমুদ হাসান, আমর ওয়ারাদা।

ফরোয়ার্ড: মারওয়ান মোহসেন, মোহামেদ সালাহ।

উরুগুয়ে

গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, মার্টিন সিলভা, মার্টিন কামপানা।

ডিফেন্ডার: মার্টিন ক্যাসেরাস, সেবাস্টিয়ান কোতেস, হোসে মারিয়া গিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা, গ্যাস্টন সিলভা, গুইলারমো ভারেলা।

মিডফিল্ডার: গিওর্গিয়ান ডি আরাসকায়েটা, রদ্রিগো বেনটানকার, দিয়েগো লাক্সাল্ট, নাহিটান নানডেজ, ক্রিস্টিয়ান রডরিগুয়েজ, কার্লোস সানচেজ, লুকাস টোরেইরা, মাটিয়াস ভেসিনো।

ফরোয়ার্ড: এডিনসন কাভানি, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, লুইস সুয়ারেজ, ক্রিস্টিয়ান স্টুয়ানি।

গ্রুপ বি পর্তুগাল

গোলরক্ষক: অ্যান্থোনি লোপেজ, বেতো, রুই প্যাট্রিসিয়া।

ডিফেন্ডার: ব্রুনে আলভেজ, কেডরিক, হোসে ফন্তে, মারিও রুই, পেপে, রাফায়েল গুয়েরেইরো, রিকার্ডো পেরেইরা, রুবেন ডিয়াজ।

মিডফিল্ডার: অ্যাদ্রিয়েন সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও মারিও, জোয়াও মুতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, উইলিয়াম কার্ভালহো।

ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, বার্নার্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, জেলসন মার্টিন্স, গনক্যালো গুয়েদেস, রিকার্ডো কারেসমা।

স্পেন

গোলরক্ষক: পেপে রেইনা, ডেভিড দি গিয়া, কেপা আরিজাবালাগা।

ডিফেন্ডার: নাচো ফার্নান্দেজ, সার্জিও রামোস, দানি কারভাজেল, জেরার্ড পিকে, জর্ডি আলবা, আলভারো ওদ্রিজোলা, নাচো মনরিয়েল, সেজার আজপিলিকোয়েটা।

মিডফিল্ডার: আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, সওল নিগুয়েজ, কোকে, ইস্কো, মার্কো আসেনিসও, থিয়াগো আলকানতারা, ডেভিড সিলভা।

ফরোয়ার্ড: ইয়াগো আসপাস, রদ্রিগো, ডিয়েগো কস্তা, লুকাস ভাজকুয়েজ।

ইরান

গোলরক্ষক: আলিরেজা বিরানভান্দ, রাশিদ মাজাহেরি, আমির আবেদজাদেহ।

ডিফেন্ডার: আলি ঘোলিজাদেহ, মাজিদ হোসেইনি, মিলাদ মোহাম্মাদি, মোহাম্মাদ খানজাদেহ, মোর্তেজা পুরালিগাঞ্জি, পেজমান মোন্তাজেরি, রামিন রেজাইয়ান, রুজবেহ চেশমি।

মিডফিল্ডার: এহসান হাজি সাফি, কারিম আনসাফিরাদ, মাসুদ শোজাই, মাহদি তোরাবি, ওমিদ ইব্রাহিমি, সাইদ ইজাতোলাহি।

ফরোয়ার্ড: আলিরেজা জাহানবকশ, আশকান দেজাগেহ, মাহদি তারেমি, রেজা গুচানেজাদ, সামান ঘুদ্দুস, সারদার আজমাউন, ভাহিদ আমিরি।

মরক্কো

গোলরক্ষক: মুনির এল কাজুই, ইয়াসিন বোনু, আহমাদ রেদা।

ডিফেন্ডার: মেহেদি বেনাটিয়া, রোমান সেইস, ম্যানুয়েল দ্য কস্তা, বাদ্র বেনোন, নাবিল দিরার, আশরাফ হাকিমি, হামজা মেন্দিল।

মিডফিল্ডার: এমবার্ক বোসুফা, করিম এল আহমাদি, ইউসুফ আইত বেনাসের, সুফিয়ান আমরাবাত, ইউনুস বেলহানদা, ফ্যাকেল ফাজর, আমিন হারিত।

ফরোয়ার্ড: খালিদ বোতাইব, আজিজ বোহাদ্দুজ, আইয়ুব এল কা’বি, নরদিন আমরাবাত, মেধি সারসেলা, হাকিম জিয়েচ।

গ্রুপ সি ফ্রান্স

গোলরক্ষক: স্টিভ মানদান্দা, আলফোনসে আরিওলা, হুগো লরিস।

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, বেঞ্জামিন মেন্দি, বেঞ্জামিন পাভার্ড, আদিল রামি, জিব্রিল সিদিবে, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার: এনগুলো কান্তে, ব্লেইস মাতুইদি, স্টিভেন এনজোনজি, পল পগবা, ক্লোরেনতিন তোলিসো।

ফরোয়ার্ড: ওসমান ডেম্বেলে, নাবিল ফেকির, অলিভার জিরু, আন্তোনিও গ্রিজম্যান, থমাস লেমার, কিলিয়ান এমবাপে, ফ্লোরিয়ান থাওভিন।

পেরু

গোলরক্ষক: পেদ্রো গ্যালেস, কার্লোস ক্যাসেদা, হোসে কার্ভালো।

ডিফেন্ডার: আলবার্তো রদ্রিগেজ, ক্রিশ্চিয়ান রামোস, মিগুয়েল আরাউজো, অ্যান্ডারসন সান্তামারিয়া, লুইস অ্যাডভিনচুলা, অ্যাদো করজো, মিগুয়েল ত্রাউকো, নিলসন লয়োলা।

মিডফিল্ডার: পেদ্রো অ্যাকুইনো, উইলডার ক্যার্টাগেনা, ইয়োশিমার ইয়োতুন, রেনাতো তাপিয়া, ক্রিশ্চিয়ান কিউয়েভা, পাওলো হার্তাদো, অ্যান্ডি পোলো, এডিসন ফ্লোরেজ।

ফরোয়ার্ড: জেফারসন ফারফান, আন্দ্রে ক্যারিওলা, রাউল রুইদিয়াজ, পাওলো গুয়েরেরো।

ডেনমার্ক

গোলরক্ষক: ফ্রেডেরিক রোনো, জোনাস লোসল, ক্যাসপার স্মেইচেল।

ডিফেন্ডার: আন্দ্রেস ক্রিস্টেনসেন, হেনরিক ডালসগার্ড, সিমন কেজায়ের, জেন্স স্ট্রেইগার লারসেন, ম্যাথিয়াস জার্গেনসেন, জ্যানিক ভেস্তেরগার্ড, জোনাস নুডসেন।

মিডফিল্ডার: উইলিয়াম ভিতভেদ কেভিস্ট, থমাস ডেলানি, ক্রিশ্চিয়ান এরিকসেন, লুকাস লেরাগার, মিচেল ক্রন-দেলি, ল্যাস স্কোনে, পিওনে সিস্টো।

ফরোয়ার্ড: নিকোলাই জারগেনসেন, ইউসুফ ইউরারি পউলসেন, ভিক্টর ফিসচার, ক্যাসপার ডলবার্গ, আন্দ্রেস কর্নেলাস, মার্টিন সি ব্র্যাথওয়েট।

অস্ট্রেলিয়া

গোলরক্ষক: ব্র্যাড জোন্স, ম্যাট রায়ান, ড্যানি ভুকোভিচ।

ডিফেন্ডার: আজিজ বেহিচ, মিয়োস দেগেনেক, ম্যাথু জুরম্যান, জেমস মেরেডিথ, জশ রিসডন, ট্রেন্ট সেইন্সবুরি।

মিডফিল্ডার: জ্যাকসন আরভিন, মিলে জেদিনাক, রব্বি ক্রুস, ম্যাথু লেকি, মাসসিমো লুওংগো, মার্ক মিল্লিগান, অ্যারন মুয়ি, দিমিত্রি পেত্রাতোস, টমি জুরিক।

ফরোয়ার্ড: ড্যানিয়েল আরজানি, টিম কাহিল, টনি জুরিক, জেমি ম্যাকলারেন, আন্ড্রু নাব্বাউট।

গ্রুপ ডি আর্জেন্টিনা

গোলরক্ষক: নাহুয়েল গুজমেন, ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো।

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মারকাদো, ফেডেরিকো ফ্যাজিও, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান আনসালদি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, মার্কোস রোহো।

মিডফিল্ডার: এভার বানেগা, জাভিয়ার মাশ্চেরানো, এডুয়ার্ডো সালভিও, লুকাস বিলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, ম্যানুয়েল লানজিনি, ম্যাক্সিমিলিয়ানো মেজা, মার্কোস অ্যাকুনা।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, ক্রিশ্চিয়ান পাভোন, পাওলো দিবালা, সার্জিয়ো আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন।

আইসল্যান্ড

গোলরক্ষক: হ্যানেস থর হ্যালডরসন, রুনার অ্যালেক্স রুনারসন, ফ্রেডেরিক স্ক্রাম।

ডিফেন্ডার: ক্যারি আরনার্সন, অ্যারি ফ্রেয়ার স্কুলাসন, বিরকির মার সায়েভারসন, এসভেরির ইনগি ইগাসন, হোর্ডার ম্যাগনাসন, হোলমার ওর্ন আইজলফসন, র্যাগনার সিগার্ডসন।

মিডফিল্ডার: জোহান বার্গ গুডমান্ডসন, বিরকির জারনাসন, অ্যারনর ইংভি ট্রস্টাসন, এমিল হ্যালফ্রেডসন, জিলফি সিগার্ডসন, ওলাফুর ইঙ্গি স্কুলাসন, রুরিক জিলাসন, স্যামুয়েল ফ্রিডজনসন, অ্যারোন গানারসন।

ফরোয়ার্ড: আলফ্রেড ফিনবোগাসন, বোজর্ন বার্গম্যান সিগার্ডাসন, জন দ্যাদি বোদভার্সন, আলবার্ট গুডমান্ডসন।

নাইজেরিয়া

গোলরক্ষক: ফ্রান্সিস উঝো, ইকেচু এজেনওয়া, ড্যানিয়েল আকপি।

ডিফেন্ডার: এলডারসন ইচিজি, কেনেথ অমেরো, উইলিয়াম ট্রোস্ট একন, লিওন বালোগান, শেহু আব্দুল্লাহি, টাইরন ইবুই, চিদোজি ওয়াজিম, ব্রায়ান ইদু।

মিডফিল্ডার: ওঘনেকার ইতেব, জন অবি মিকেল, উইলফ্রেড দিদি, ওগেনি ওনাজি, জন ওগু, জোয়েল অবি।

ফরোয়ার্ড: ভিক্টর মোসেস, আহমেদ মুসা, ওডিওন ঘালো, কেলেচি হেনাচো, সিমিওন ওয়াংকো অ্যালেক্স অবি।

ক্রোয়েশিয়া

গোলরক্ষক: লভ্রে কালিনিচ, দানিজেল সুবাসিচ, দমিনিক লিভাকোভিচ।

ডিফেন্ডার: ভেদ্রান করলুকা, দোমাগোজ ভিদা, ইভান স্ট্রাইনিচ, দেজান লোভরেন, সিমে ভ্রাসালজকো, হোসেপ পাইভেরিচ, টিন জেডভাজ, মাতেজ মিত্রোভিচ, দুজে সেলেটা-কার।

মিডফিল্ডার: লুকা মড্রিচ, ইভান রাকিটিচ, মাতিও কোভাকিচ, মিলান বাডেলজ, মার্সেলো ব্রোজোভিচ, ফিলিপ ব্র্যাডারিচ।

ফরোয়ার্ড: মারিও মানজুকিচ, ইভান পারিসিচ, নিকোলা কালিনিচ, আন্দ্রে ক্রামারিচ, মার্কো পিজাকা, আন্তে রেবিচ।

গ্রুপ ই ব্রাজিল

গোলরক্ষক: আলিসন, ক্যাসিও, এডারসন।

ডিফেন্ডার: দানিলো, পেদ্রো জেরোমেল, ফিলিপ লুইস, মার্সেলো, মারকুইহোস, মিরান্ডা, ফাগনার, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: ক্যাসিমারো, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, ফিলিপ কোটিনহো, রেনাতো অগোস্তো, উইলিয়ান, ডগলাস কস্তা।

স্ট্রাইকার: রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, টাইসন।

কোস্টারিকা

গোলরক্ষক: লিওনেল মোরেইরা, প্যাট্রিক পেম্বার্টন, কেইলর নাভাস

ডিফেন্ডার: জনি অ্যাকোস্টা, ফ্রান্সিসকো কালভোড, অস্কার ডুয়ার্তে, ক্রিশ্চিয়ান গ্যাম্বোয়ো, জিয়ানকার্লো গঞ্জালেস, রোনাল্ড মাতারিতা, ব্রায়ান ওভেইডো, ইয়ান স্মিথ, কেন্ডল ওয়াস্টন

মিডফিল্ডার: রেন্ডাল আজোফেইফা, ক্রিশ্চিয়ানো বোলানোস, সেলসো বোর্গের্স, দানিয়েল কলিন্দ্রেস, ডেভিড গুজম্যান , ব্রায়ান রুইজ, ইয়েলেৎসিন তেজেদা, রডনি ওয়ালেস

ফরোয়ার্ড: জোয়েল ক্যাম্পবেল, মার্কো ইউরেনা, জোহান ভেনগাস।

সার্বিয়া

গোলরক্ষক: মার্কো দিমিত্রোভিচ, প্রেদ্রাগ রাজকোভিচ, ভ্লাদিমির স্টোকোভিচ।

ডিফেন্ডার: আলেকজান্ডার কোলারোভ, ব্রানিস্লাভ ইভানোভিচ, নিকোলা মিলেনকোভিচ, মিলান রডিচ, অ্যান্টোনিও রুকাভিনা, উরোজ স্পাজিচ, দুস্কো তসিচ, মিলোস ভেলকোভিচ।

মিডফিল্ডার: মার্কো গ্রুজিচ, ফিলিপ কোস্টিচ, আদেম লিয়াজিচ, নেমানজা মাতিচ, সের্গেজ মিলানকোভিচ-সাভিচ, লুকা মিলিভোজেভিচ, নেমানজা রেডোনজিচ, দুসান তাদিচ, আন্দ্রিজা জিভকোভিচ।

স্ট্রাইকার: লুকা জোভিচ, আলেকজান্ডার মিত্রভিচ, আলেকজান্ডার প্রিজোভিচ।

সুইজারল্যান্ড

গোলরক্ষক: রোমান বুরকি, ইয়োভন এমভোগো, ইয়ান সোমের।

ডিফেন্ডার: মানুয়েল আকানজি, জোহান জউরাউ, নিকো এলভেদি, মাইকেল ল্যাং, স্তেফান লিখস্টাইনার, ফ্রাঙ্কোয়েস মৌবান্দ্জে, রিকার্ডো রদ্রিগেজ, ফাবিয়ান শার।

মিডফিল্ডার: ভ্যালন বেহরামি, জসিপ ড্রামিক, ব্লেরিম জেমাইলি, ব্রিল এমবোলো, গেলসন ফার্নান্দেস, রেমো ফ্রেউলার, মারিও গাভ্রানোভিচ, হারিস সেফেরোভিচ।

ফরোয়ার্ড: জর্ডান শাকিরি, গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া, স্টিভেন জুবের।

গ্রুপ এফ জার্মানি

গোলরক্ষক: ম্যানুয়েল নয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগান, কেভিন ট্রাপ।

ডিফেন্ডার: মার্ভিন প্ল্যাটেনহার্ড্ট, জোনাস হেক্টর, মাতিয়াস গিন্টার, ম্যাট হামেলস, নিকোলাস শোলে, আন্তোনিও রুডিগার, জেরোম বোয়েটাং, জশুয়া কিমিচ।

মিডফিল্ডার: সামি খেদিরা, জুলিয়ান ড্র্যাক্সলার, মেসুত ওজিল, টনি ক্রুজ, টমাস মুলার, সেবাস্তিয়ান রুডি, জুলিয়ান ব্র্যান্ট, ইকে গুন্ডোগান, লিওন গোরেজস্কা, মার্কো রিউস।

ফরোয়ার্ড: টিমো ওয়ার্নার, মারিও গোমেজ।

সুইডেন

গোলরক্ষক: কার্ল-জোহান জনসন, ক্রিস্টোফার নর্ডফেল্ড, রবিন ওলসেন।

ডিফেন্ডার: লুডভিগ অগাস্টিনসনসন, আন্দ্রিয়াস গ্রানকভিস্ট, ফিলিপ হেলেন্ডার, পান্তাস জেনসন, এমিল কর্ফথ, মিকেল লুস্টিগ, ভিক্টর লিন্ডোফ, মার্টিন অলসন।

মিডফিল্ডার: ভিক্টর ক্লাসসন, জিমি দুরমাজ, আলবিন একদাল, এমিল ফোরসবার্গ, অস্কার হিল্জ্রাম, সেবাস্তিয়ান লারসন, মার্কাস রোডেন, গুস্তভ স্যাভেনসন।

ফরোয়ার্ড: মারকুস বার্গ, জন গুয়েতেটি, আইজাক কাইচ থিলেইন, ওলা তোভোনিন।

মেক্সিকো

গোলরক্ষক: যিশু কোরোনা, গিলারমো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা।

ডিফেন্ডার: এডন আলভারেজ, হুগো আইলা, গিয়ালদো, মিগুয়েল লেউন, হেক্টর মোরেনো, ডিইগো রেয়াইস, কার্লোস সালেসো।

মিডফিল্ডার: জোনাথন ডস সান্তোস, মার্কো ফাবিয়েন, এন্ড্রেস গার্ডডো, হেক্টর হেরেরা, রাফায়েল মার্কেজ।

ফরোয়ার্ড: হাভিয়ার অ্যাকুইনো, ম্যানুয়েল কোরোনা, জিওভানি ডস সান্তোস, জেভিয়ার হার্নান্দেজ, রাউল জিমেনিজ, হিরিং লোজানো, ওরিবে পারলতা, কার্লোস ভেলা।

দক্ষিণ কোরিয়া

গোলরক্ষক: জো হিউন-উও, কিম জিন-হিয়েওন, কিম সেং-জিউ।

ডিফেন্ডার: ইয়ো-হান, হং চুল, জং হিউন-সও, জেওং সেং-হিউন, কিম মিনি-ভু, কিম ইয়ং-গুওন, লি ইয়ং, ওহ বান-সুক, পার্ক জু-হো, ইউন ইয়ং-সোর।

মিডফিল্ডার: জু সে-জং, জেং ওউ-যুব, কি সুং-ইউইং, কু জা-চেওল, লি জে-সুং, লি সেং-ওউ, চান সন-মিনিট।

স্ট্রাইকার: হুং হেই-চন, কিম শিন-উইকে, হেনুং-মিনিট।

গ্রুপ জি বেলজিয়াম

গোলরক্ষক: কোয়েন কাস্টেইলেস, থিবোউ কুর্তোয়া, সিমন মাইগনোলেট।

ডিফেন্ডার: টবি অ্যাল্ডারউইয়ার্ড, ড্যাডেরেক বয়েয়াটা, লেইডার ডেন্ডনকার, ভিনসেন্ট কোম্পানি, টমাস মেউনিয়ার, টমাস ওয়ার্মেলেন, জন ভেরতোগান।

মিডফিল্ডার: মেসা ডেমবেল, ইয়্যানিক কারাস্কো, নাসিসার চ্যাডলি, কেভিন ডি ব্রুই, মারুয়ান ফেলাইনি, ইডেন হ্যাজার্ড, থর্গনা হ্যাজার্ড, আদনান জনজাজ, আপনার টিমেলম্যান্স, এক্সেল উইটসেল।

ফরোয়ার্ড: মাইকেল বতসুয়াই, রোমেলু লুকাকু, ড্রিস মার্টেনস।

পানামা

গোলরক্ষক: জেমে পেনিডো, জোসে ক্যালডেরন, অ্যালেক্স রদ্রিগেজ।

ডিফেন্ডার: ফেলিপ বালিয়া, হ্যারল্ড কমিংস, ইরিক ডেভিস, ফিদেল এসকোবার, মাইকেল মারিলো, অ্যাডলফো মাকাডো, লুইস ওভাল্ল, রোমান টরেস।

মিডফিল্ডার: জোসে লুইস রদ্রিগেজ, এডগার বারসিনা, আর্ম কুপার, অ্যানিবাল গোময়ি, গ্যাব্রিয়েল গোমেজ, ভ্যালেন্টিন পামেন্টেল, আলবার্তো কুইন্টোরো।

ফরোয়ার্ড: আবদিল অ্যারোইয়ো, ইসমায়েল দিয়াজ, ব্লাস পেরেজ, লুইস তেজাদা, গ্যাব্রিয়েল টোরেস।

ইংল্যান্ড

গোলরক্ষক: জ্যাক বুটল্যান্ড, জর্ডান পিকফোর্ড, নিক পোপ।

ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), গ্যারি কাহিল (চেলসি), ফিল জোনস (ম্যানচেস্টার ইউনাইটেড), হ্যারি ম্যাগুয়ের, ড্যানি রোজ, জন স্টোনস, কিয়েরন ট্রিপিয়ের, কাইল ওয়াকার, অ্যাশলে ইয়ং।

মিডফিল্ডার: ডেলে আলি, ফাবিয়ান ডেলফ, এরিক ডায়ার, জর্ডন হেন্ডারসন, জেসি লিঙ্গার্ড, রুবেন লফটাস-চিক।

ফরোয়ার্ড: হ্যারি কেইন, মার্কাস রাশফোর্ড, রহিম স্টার্লিং, জেমি ভার্ডি, ড্যানি ওয়েলবেক।

তিউনিশিয়া

গোলরক্ষক: ফারুক বেন মুস্তাফা, মোয়েস হাসান, আয়মেন মথলুথা।

ডিফেন্ডার: রামি বেদুই, ইয়েওন বেনলুয়েন, শাম বেন ইউসেফ, ডিলান ব্রোন, ওসামামা হাড্ডি, আলি মালাল, ইয়াসিন মেরিয়াহা, হামদি নাগগুয়েজ।

মিডফিল্ডার: আনিস বদরি, মোহামেদ আমিন বেন আমর, গেইলেন চালালী, আহমেদ খলিল, সাইফদিদি খাই, ফেরজানি সাসি, এলিইস স্কিরি, নায়িম সলিটি, বাসেম শ্রীরাফি।

ফরোয়ার্ড: ফখরুদ্দীন বেন ইউসেফ, সাবের খলিফা, ওয়াহী খাজি।

গ্রুপ এইচ পোল্যান্ড

গোলরক্ষক: বার্টোস বিয়ালকোস্কি, লুকাজ ফেবিসন্স, ওজাসিচ সজেসেসি।

ডিফেন্ডার: বেডরকেক, বার্টস বেরেসজিনস্কি, থিয়াগো সিওনেক, কামিল গালিক, আর্টুর জেনারজেজিকিউক, মীখল পাজদান, লুকাজ পিসজেকজার।

মিডফিল্ডার: জ্যাকব ব্লাসজকিসকোভস্কি, জেসেক গুরলস্কি, কামিল গ্রোসিকি, গ্রিজোজ ক্রিওভয়াক, রাফায়েল কুরজওয়া, করোল লিনিট্টি, স্লোমির্ম পেজকো, মাসিজ রিবাস, পিয়াত জিলিন্সস্কি।

ফরোয়ার্ড: দাউদ কৌনকাচি, রবার্ট লেভান্ডোভস্কি, আর্কিয়াদিস মিলিক, লুকাজ টিওডরস্কিকেক।

জাপান

গোলরক্ষক: ইজি কাভাইশিমা, মাসাকি মহাশুগুচি, কোসকে নাকামুরা।

ডিফেন্ডার: ওয়ারারু এন্ডো, তোমোয়াকি মাখিনো, ইউটি নাগাটোমো, গোটোকু সাকাই, হিরোকি সাকাই, জেনার শোজি, নাওমিচি উয়েদা, মায়া ইয়েশিডা।

মিডফিল্ডার: জেনকি হারাগুচি, মেকোটো হেসে, কেইসুক হোন্ডা, টাকসি ইনুই, শিনজি কাগাওয়া, রেয়াটো ওশিমা, গাকু শিবসাসাকি, টাকি উসামি, হতারু যামাগুচি।

ফরোয়ার্ড: ইশিনরি মুটো, শিনজি ওকাকাকি, ইউইয়া ওসাকো।

সেনেগাল

গোলরক্ষক: আব্দুলায়ে ডায়ালো, আলফ্রেড গোমিস, খাদিম নাদি।

ডিফেন্ডার: স্যালিও সিশ, ল্যামিন গাসাসাম, কালিদু কোলিবালি, কার্বোব্বোজি, ইউসুফ সাবিলি, সালিফ সেনে, আর্মান্ড তোরে, মুসা উইগ।

মিডফিল্ডার: বদো নদি, ইদ্রিসা গুয়েই, চেখু কোয়াইট, আলফ্রেড নদি, চেখ নদি।

ফরোয়ার্ড: কেইটা বেলড দিয়াও, মম বির ডিউইফ, মোসসা কোনাট, সাদিও মানে, মাবেই নিয়াং, ইসমাইল সারের, ডায়ফ্রা সাকো।

কলম্বিয়া

গোলরক্ষক: জোসে কুইড্রাদো, ডেভিড ওসপিনা, ক্যামিলো ভার্গাস।

ডিফেন্ডার: সান্তিয়াগো অ্যারিয়াস, ফ্রাঙ্ক ফ্যাব্রা, ইরে মিনা, জোহান মোজিকা, অস্কার মুরিলো, ডেভিসন সানচেজ , ক্রিশ্চিয়ান জামাতা।

মিডফিল্ডার: আবেল এগুইলার, উইলমার বারিওস, জুয়ান কুড্রাদো, জেফারসন লরমা, জুয়ান কুইন্টোরো, ও হাভ আলবিয়ন, লুইস মিরিয়েল, জেমস রদ্রিগেজ, কার্লোস সানচেজ, মাটিউস উরিবে।

ফরোয়ার্ড: মিগুয়েল বোরজ, রামামেল ফালকাও।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
৩২ দল,চূড়ান্ত স্কোয়াড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist