reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুন, ২০১৮

টেন্ডুলকার পুত্র ডাক পেলেন ভারতীয় দলে

ভারতের অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলে ডাক পেলেন কিংবদন্তি খেলোয়াড় শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। আসন্ন শ্রীলংকা সফরের জন্য ভারতের জুনিয়র নির্বাচক কমিটি ১৫ সদস্যের দলে ১৮ বছর বয়সী অর্জুনকে অসন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। দু’টি ৪ দিনের ম্যাচের জন্য ভারত দলে সুযোগ পেলেন অর্জুন। অবশ্য ওই সফরে ৪দিনের দু’টি ম্যাচ ছাড়াও ৫টি ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হবে। তবে ওয়ানডে দলে জায়গা হয়নি তার। মুম্বাইয়ে জুনিয়র ক্রিকেট দলে খেলা বাঁ-হাতি পেসার ও ব্যাটসম্যানঅর্জুনকে অলরাউন্ডার হিসেবে দলে নেয়া হয়েছে। ১৮ বছর বয়সী অর্জুন উচ্চতায় ৬.১ ফুট অর্জুন, সম্প্রতি অনুর্ধ্ব-১৯ ঘরোয়া আসরে ৫টি ম্যাচে ১৮ উইকেট শিকার করেন। এরমধ্যে এক ইনিংসে ৫ উইকেট শিকারও রয়েছে তার।

২০১৭ সালে লর্ডসে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টেস্টের আগে নেটে বোলিং করে আন্তর্জাতিক অঙ্গনে স্পটলাইটে আসেন অর্জুন। ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগের আগে মুম্বাই জুনিয়র দলের হয়ে খেলেছিলেন অর্জুনের বাবা টেন্ডুলকারও।

ভারতীয় ক্রিকেটের আন্তঃরাষ্ট্রীয় চ্যাম্পিয়নশীপে রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার। এর এক বছরই পরই জাতীয় দলে ডাক পান টেন্ডুলকার। ২৪ বছর জাতীয় দলে খেলে টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক হন টেন্ডুলকার। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের একশ সেঞ্চুরির মালিকও তিনি। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টেন্ডুলকার।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় দলে,ভারত,টেন্ডুলকার পুত্র,ডাক পেলেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist