reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুন, ২০১৮

বাংলাদেশের টার্গেট ১৪৬ রান

মান বাঁচানোর আজকের ম্যাচটি জিততে হল বাংলাদেশকে করতে হবে ১৪৬ রান। এর আগে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক আজগর স্ট্যানিকজাই। প্রথম ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে আফগানিস্তান। আজ বৃহস্পতিবার ভারতের দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান।

ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই রানের চাকা সচল রাখে ২ ওপেনার শাহজাদ ও ইসমান গনি। তবে দলীয় ৫৫ ও ব্যক্তিগত ২৬ রানে নাজমুলের বলে ৭.৪ ওভারে এলবির ফাঁদে পরে ফিরে যান শাহজাদ। পরের ওভারের পঞ্চম বলে রাহির বলে ফেরেন ১৯ রানে থাকা উসমান গনি। ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা মোহাম্মদ শাহজাদকে ফিরিয়ে ব্রেক থু এনে দিলেন নাজমুল হাসান অপু। এরপর আবু জায়েদ রাহি তুলে নিয়েছেন আফগানদের দ্বিতীয় উইকেট।

৩ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচেই হার। এর আগে প্রথম ম্যাচে ৪৫ রান ও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে বাংলাদেশকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই নামেন রশিদ-নবীরা।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,টার্গেট,আফগানিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist