reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুন, ২০১৮

অবশেষে আশা ভঙ্গ টাইগারদের

অবশেষে আশা ভঙ্গ টাইগারদের। হার দিয়ে আফগান মিশন শুরু করতে হল সাকিব বাহিনীর। ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ৪৫ রানের হার নিয়েই আশাহত হয়ে মাঠ ছাড়াতে হলো টাইগারদের। ইনিংসের শুরুতে রানের খাতা খোলার আগেই আউট হন ওপেনার তামিম ইকবাল। এর পর নিয়মিত বিরতিতে একে একে বিদায় নেন দলীয় ব্যটসম্যানরা। উল্লেখযোগ্য রান করতে পারেননি কেউই। বাংলাদেশের পক্ষে ২০ বলে সর্বোচ্চ ৩০ রান করেন লিটন দাস। এছাড়া ২৫ বলে ২৯ রান করেন মাহমুদুল্লাহ। ১৭ বলে ২০ রান করেন মুশফিকুর রহিম, ১৫ বলে ১৫ রান করেন সাকিব আর ২৩ বলে ১৪ রান করেন মোসাদ্দেক।

এর আগে রোববার রাতে দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানোর পর সাকিবদের সামনে ১৬৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় শাহজাদ-শেনওয়ারিরা। ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই রানের চাকা সচল রাখে আফগানরা। ওপেনার মোহাম্মদ শাহজাদের সর্বোচ্চ ৪০, সামিউল্লাহ শেনওয়ারির ৩৬ রানে ভর করে বেশ ভালো অবস্থানে পৌঁছে যায় আফগানরা। এছাড়া উসমান গনি ২৬ ও শফিকুল্লাহ ২৪ রান করেছেন। সাত উইকেট হারিয়ে ২০ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ১৬৭।

বাংলাদেশের পক্ষে প্রথম উইকেট তুলে নেন রুবেল হোসেন। নবম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ২৬ রানে ওপেনার ওসমান গনির উইকেট ভেঙে দেন তিনি। ১২তম ওভারে অধিনায়ক সাকিব তুলে নিয়েছেন প্রতিপক্ষের ওপেনার মোহাম্মদ শাহজাদের উইকেট। ১৩তম ওভারে বাংলাদেশের সহঅধিনায়ক মাহমুদউল্লাহ তুলে নেন জোড়া উইকেট। ১৮তম ওভারে আবু জায়েদ রাহি তুলে নিয়েছেন ৫ম উইকেট। ২০তম ওভারে ৬ষ্ট উইকেট নেন আবুল হাসান রাজু। একই ওভারে নিজের দ্বিতীয় উইকেট নেন রাজু।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আশা ভঙ্গ,টাইগার,আফগান মিশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist