reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুন, ২০১৮

টাইগারদের টার্গেট ১৬৮ রান

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিততে হলে টাইগারদের সামনে টার্গেট ১৬৮ রান।

ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়েছেন রশিদ খান। তবে শেষ ৪ ওভারে রানের খাতা বাড়িয়ে নিয়েছে আফগান খেলোয়াড়রা। যদিও শেষ ওভারে ৩টি উইকেট হারাতে হয় আফগানদের।

খেলার শুরুতে আফগানদের ওপেনিং জুটি ভালই এগিয়ে নিয়ে যাচ্ছিল দলকে। তবে ৮ম ওভারে প্রথম আঘাত হানলো রুবেল হোসেন। উসমান গনীকে ফেরালেন তিনি।উসমান ২২ বলে করেছেন ২৫ রান করে আউট হন।

১২ তম ওভারে এসে ‍উইকেট পেলেন সাকিব আল হাসান। শেহজাদকে ফেরান তিনি। পরে ১৩তম ওভারে এসে জোড়া আঘাত হানেন মাহমুদুল্লাহ রিয়াদ। এক ওভারে দুই উইকেট নিয়েছেন। মোহাম্মদ নবী ও নাজিবুল্লাহকে ফেরান তিনি।

পরে দুটি করে ছক্কা-চারে আবু জায়েদের ওভার থেকে সামিউল্লাহ সেনওয়ারি নিলেন ২০ রান। ঝড় তুলে সেই ওভারেই আবু জায়েদের বলে অবশ্য ফিরে গেলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

এর আগে মোহাম্মদ শাহজাদ ও উসমান গনি। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পেল আফগানিস্তান। পাওয়ার প্লেতে আঁটসাট ২ ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়েছেন সাকিব আল হাসান। অধিনায়ককে অনুসরণ করতে পারেননি সতীর্থদের কেউ।

এদিকে একদিনের ক্রিকেট হলে এতটা আলোচনা হতো না। ফরমেটটা টি-টোয়েন্টি বলেই সরব বাংলাদেশের ক্রিকেট। কারণ কুড়ি ওভারের ক্রিকেটের আফগানিস্তান ঢের এগিয়েছে। এমনকি র‌্যাঙ্কিংয়ে আফগানরা ছাড়িয়ে গেছে টাইগারদেরও।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। যদিও দেরাদুনের উইকেট স্পিনবান্ধব। তাই দুই দলেরই একাদশে স্পিনারদের আধিক্য দেখা যেতে পারে। তবে বাংলাদেশের যত ভয় আফগান স্পিনার রশিদ খানকে নিয়ে। গত কয়েক দিনে বাংলাদেশের ড্রেসিংরুমে তাকে নিয়ে বেশ আলোচনা-ই হয়েছে। যদিও প্রতিপক্ষের একজন নিয়ে পড়ে নেই সাকিব বাহিনী। ভাবছে পুরো দলটা নিয়েই। তাছাড়া নিজেদের নিয়েই বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ।

২১তম ভেন্যু হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আজ অভিষেক হচ্ছে রাজীব গান্ধী স্টেডিয়ামের। তবে এ ম্যাচটা একান্তই নিজের করে নিতে চাইবেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। আর মাত্র ২ উইকেট পেলেই বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে যাবেন ইতিহাসের অংশ। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরমেটে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক হওয়ার কীর্তি গড়তে পারবেন সাকিব।

রেকর্ড ডাকছে প্রতিপক্ষ স্পিনার রশিদ খানকেও। আজ ৩ উইকেট পেলে টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে উইকেটের হাফসেঞ্চুরি করতে পারবেন তিনি।তবে টাইগারদের ভরসা হলো- ক্রিকেটের ছোট্ট ফরম্যাট টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত দু’দল কেবল একবার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে। যেখানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ পর্বের বাছাইপর্বে আফগানিস্তানকে ৭২ রানে গুঁটিয়ে দিয়ে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় আসরের স্বাগতিক দল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ২০ ওভারে ১৬৭/৮

একাদশ দল :

বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন এবং নাজমুল ইসলাম অপু।

আফগানিস্তান: মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), আজগর স্তানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, শফিউকউল্লাহ, শারাফউদ্দিন আশরাফ, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলাম, মুজিব উর রহমান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ,টি-টোয়েন্টি টুর্নামেন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist