reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৮

ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লিভ ইট আপ’

মুক্তি পেতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০১৮-এর অফিসিয়াল গান। গানটির নাম ‘লিভ ইট আপ’। হলিউড তারকা উইল স্মিথ, ল্যাটিন গ্র্যামি এওয়ার্ড বিজয়ী নিকি জ্যাম এবং আলবেনিয়ার গায়ক ইরা ইসত্রেফি আগামী মাসে যৌথভাবে মস্কোতে গানটি পরিবেশন করবেন।

১৪ জুন রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। ফিফা জানায়, ফিফা বিশ্বকাপ ২০১৮-এর অফিসিয়াল সঙ্গীত হিসেবে ‘লিভ ইট আপ’ তৈরি করেছে ডিজে এবং রচয়িতা ডিপলো।

১৫ জুলাই বিশ্বকাপের ফাইনাল খেলার আগে ৮০ হাজার আসনের লুজনিসি এরেনা স্টেডিয়ামের দর্শকের সামনে স্মিথ, নিসি জ্যাম এবং ইরা সিত্রেফি কয়েকমিনিট ধরে এই গান পরিবেশন করবেন। এ সময় একশ কোটি লোক টিভিতে দর্শক হিসেবে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বব্যাপী ফুটবল ভক্তরা গানটি ২৫ মে থেকে শোনার সুযোগ পাবেন। তবে আনুষ্ঠানিকভাবে গানটির ভিডিও প্রকাশ করা হবে ৭ জুন।

২২ দিনব্যাপী ফিফা বিশ্বকাপ রাশিয়ার রাজধানীতে শুরু হবে। এছাড়া আরো ১১টি নগরীতে খেলার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এগুলো হলো—মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোচি, কাজান, সারানস্ক, কালিনইনগ্রাদ, ভলগোগ্রাদ, রোসটোভ-অন-ডন, নিজনি নভগোরোদ, ইকাতারিমবার্গ ও সামারা। ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ১২টি স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিফা বিশ্বকাপ,ফুটবল,লিভ ইট আপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist