reporterঅনলাইন ডেস্ক
  ২৭ এপ্রিল, ২০১৮

সাকিবের নতুন রেকর্ড

আগের ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। পরের ম্যাচে আইপিএলে ৫০ উইকেট পূর্ণ করলেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জয়ে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে ২৮ রান করার পর হাত ঘুরিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। ১৩২ রানের সম্বল নিয়েও পাঞ্জাবকে ১৩ রানে হারিয়েছে হায়দরাবাদ।

সাকিব ৩ ওভারে ১৮ রানে নিয়েছেন ২ উইকেট। নিজের পরপর দুই ওভারে ফেরান মায়াঙ্ক আগারওয়াল ও অ্যারন ফিঞ্চকে। এর মধ্যে আগারওয়ালকে ফিরিয়ে আইপিএলে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি স্পিনার।

আইপিএলে সাকিব ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। মাঝে ২০১৩ সালে অবশ্য খেলেননি। কলকাতার হয়ে ৪৩ ম্যাচে নিয়েছেন ঠিক ৪৩ উইকেট। বাংলাদেশের অলরাউন্ডার এবারই প্রথম দল বদল হয়ে খেলছেন হায়দরাবাদে। এখন পর্যন্ত হায়দরাবাদের প্রথম সাত ম্যাচেই খেলেছেন, উইকেট নিয়েছেন ৮টি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইপিএল,সাকিব আল হাসান,সানরাইজার্স হায়দরাবাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist