reporterঅনলাইন ডেস্ক
  ২৪ এপ্রিল, ২০১৮

সবার আগে বাংলাদেশে ১০০ বলের ক্রিকেট টুর্ণামেন্ট!

বিশ্বে সবার আগে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০ বলের ক্রিকেট টুর্ণামেন্ট। অবশ্য এরই মধ্যে ক্রিকেটের জনক ইংল্যান্ডে ১০০ বলের নতুন এক ক্রিকেট চালু হওয়ার কথা শোনা যাচ্ছে। আর মাত্র আলোচনার মধ্যেই বাংলাদেশে ক্রিকেটের সেই নতুন ভার্সনের প্রবর্তন হতে যাচ্ছে আগামী মাসে। ১০০ বলের এই ক্রিকেট দেখা যাবে সাবেক ক্রিকেটারদের হাত ধরে। আবশ্য এর আগেও তাঁদের হাত ধরেই অনেক ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। সেই ধারাবাহিকতায় ক্রিকেটের নতুন আরেক ইতিহাস রচনার দায়িত্বও নিলেন তাঁরা।

সাবেক ক্রিকেটারদের নিয়ে গত ২ বছর আয়োজন করা হচ্ছে ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’। এবারও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ মাঠে আয়োজন করা হবে টুর্নামেন্টটি। মজার ব্যাপার হচ্ছে, এই টুর্নামেন্ট দিয়ে বাংলাদেশও ঢুকে পড়ছে ১০০ বলের ক্রিকেটের যুগে! অর্থাৎ ১৫টি স্বাভাবিক ওভার ও ১০ বলের ১৬ তম ওভারের নতুন এক ক্রিকেট চালু করতে যাচ্ছে টাইগাররা।

সম্প্রতি ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের এই ভাবনার কথা ক্রিকেট বিশ্বকে জানিয়েছিল। ইংল্যান্ড যেটি ভাবছে, সেটিই দ্রুত বাস্তবায়ন করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। আজ মঙ্গলবার ওয়ালটন-স্ক্যান সিমেন্ট মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালের প্লেয়ার্স ড্রাফটে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। তিনি বলেন, এবার আমরা ১০০ বলের ম্যাচ খেলব। আশা করি, টুর্নামেন্টটা গত ২ বছরের মতো সফল হবে।

কীভাবে হবে নতুন ধারার এই ক্রিকেট, সেটির একটা ধারণা দিলেন বাংলাদেশের আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান। তিনি বলেন, এটা আমাদের কাছে নতুন একটা আইডিয়া। আমরা চেষ্টা করে দেখি, এটা কেমন। যদি মনে হয় এটা ভালো হচ্ছে, উত্তেজনা ছড়াচ্ছে, তাহলে ভবিষ্যতেও এটা হতে পারে। ১৫ ওভার স্বাভাবিক নিয়মেই হয়ে যাবে। শেষ ওভারের ১০ বল একজন বোলারই করবে।

আগামী ২ মে কক্সবাজারে শুরু ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে এবার অংশ নেবে ৫টি দল। বেক্সিমকো ঢাকা মাস্টার্স, সিক্সার্স সিলেট মাস্টার্স, আম্বার চট্টগ্রাম মাস্টার্স, রাজশাহী মাস্টার্স ও খুলনা মাস্টার্সের হয়ে অংশ নেবেন সাবেক ক্রিকেটাররা। ৫ দলের সবাই একে অপরের বিপক্ষে খেলবে লিগ পর্বে। সেরা দুদল উন্নিত হবে ফাইনালে।

আর আগামী ৫ মে শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। আর এই টুর্ণামেন্টের ম্যাচগুলো বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে বলে আয়োজকেরা জানিয়েছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টুর্ণামেন্ট,১০০ বলের ক্রিকেট,বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist