reporterঅনলাইন ডেস্ক
  ১৩ এপ্রিল, ২০১৮

তুষার ইমরানের জোড়া সেঞ্চুরি

তুষার ইমরান গত মৌসুমে গড়েছিলেন এক মৌসুম সবচেয়ে বেশি রানের রেকর্ড। এবার গড়লেন আরো একটি কীর্তি। ক্যারিয়ারে প্রথমবার করলেন এক ম্যাচে জোড়া সেঞ্চুরি।

বিসিএলে চতুর্থ রাউন্ডের শেষ দিনে শুক্রবার সিলেটে দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তুষার। ৪৬ রান নিয়ে দিন শুরু করে অসুস্থ হয়ে অবসর নিয়েছেন ১২ চার ও ২ ছক্কায় ১৪৫ বলে ১০৩ রান করে। ম্যাচের প্রথম ইনিংসে করেছিলেন ১৩০ রান।

অর্জনে সমৃদ্ধ ক্যারিয়ারে এতদিন জোড়া সেঞ্চুরি ছিল তুষারের অধরা। নিজেকে ছাড়িয়ে যাওয়ার পালায় অচেনা সেই স্বাদও পেয়ে গেলেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান। বিসিএলে দুই ইনিংসেই সেঞ্চুরি এ নিয়ে হলো মাত্র দ্বিতীয়বার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের জোড়া সেঞ্চুরি হলো ১২ বার।

প্রথম শ্রেণির ক্রিকেটে তুষারের এটি ২৮তম সেঞ্চুরি। দুইয়ে থাকা নাঈম ইসলামের সেঞ্চুরি ২৩টি। ১৫৬ ম্যাচে তুষারের রান এখন ১০ হাজার ৪১৮। ৯ হাজার রানও নেই বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিসিএল,সেঞ্চুরি,তুষার ইমরান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist