reporterঅনলাইন ডেস্ক
  ০৭ এপ্রিল, ২০১৮

আইপিএল একাদশ আসরের পর্দা উঠছে সন্ধ্যায়

সব অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একাদশ আসর। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হচ্ছে আরেক জায়ান্ট চেন্নাই সুপার কিংসের। এই দলটি দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে আইপিএলে। উদ্বোধনী অনুষ্ঠান শেষ এবারের আসরের প্রথম এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবারের আসরে খেলছেন মুম্বাইয়ের হয়ে। ফলে দলটিকে ঘিরে বাংলাদেশি সমর্থকদের বাড়তি একটা উত্তেজনা থাকছেই।

আইপিএলে সবচেয়ে বেশি তিনবারের চ্যাম্পিয়ন মুম্বাই। গত আসরেও এই শিরোপা জেতায় এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কিছুটা চাপেই থাকবে দলটি। ২০১৫ সালের পর এবছর খেলতে আসা চেন্নাইকেও নিজেদের সামর্থ্যে প্রমাণ দিতে হবে। কারণ তারা দুইবারের চ্যাম্পিয়ন ও সর্বোচ্চ ছয়বারের ফাইনালিস্ট।

আসুন এক নজরে দেখে নেই আইপিলের পূর্ণাঙ্গ সূচি।

আইপিএলে এবারও আগের মতোই বিকেলের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৪টায়। আর সন্ধ্যার ম্যাচগুলো রাত সাড়ে ৮টায় শুরু হবে।

তবে অন্য বারের চেয়ে এবার সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো -এবারে দু’টি করে ম্যাচের দিনগুলো শুধুমাত্র শনি এবং রোববার রাখা হয়েছে।

২০১৮ আইপিএলের পূর্ণাঙ্গ সূচি

৭ এপ্রিল : মুম্বাই বনাম চেন্নাই (মুম্বাই)

৮ এপ্রিল : দিল্লি বনাম পাঞ্জাব (দিল্লি)।

৮ এপ্রিল : কলকাতা বনাম বেঙ্গালুরু (কলকাতা)

৯ এপ্রিল : হায়দরাবাদ বনাম রাজস্থান (হায়দরাবাদ)

১০ এপ্রিল : চেন্নাই বনাম কলকাতা (চেন্নাই)

১১ এপ্রিল : রাজস্থান বনাম দিল্লি (জয়পুর)

১২ এপ্রিল : হায়দরাবাদ বনাম মুম্বাই (হায়দরাবাদ)

১৩ এপ্রিল : বেঙ্গালুরু বনাম পাঞ্জাব (বেঙ্গালুরু)

১৪ এপ্রিল : মুম্বাই বনাম দিল্লি (মুম্বাই),

১৪ এপ্রিল : কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা)

১৫ এপ্রিল : বেঙ্গালুরু বনাম রাজস্থান (বেঙ্গালুরু),

১৫ এপ্রিল : পাঞ্জাব বনাম চেন্নাই (ইন্দোর)

১৬ এপ্রিল : কলকাতা বনাম দিল্লি (কলকাতা)

১৭ এপ্রিল : মুম্বাই বনাম বেঙ্গালুরু (মুম্বাই)

১৮ এপ্রিল : রাজস্থান বনাম কলকাতা (জয়পুর)

১৯ এপ্রিল : পাঞ্জাব বনাম হায়দরাবাদ (ইন্দোর)

২০ এপ্রিল : চেন্নাই বনাম রাজস্থান (চেন্নাই)

২১ এপ্রিল : কলকাতা বনাম পাঞ্জাব (কলকাতা),

২১ এপ্রিল : দিল্লি বনাম বেঙ্গালুরু (দিল্লি)

২২ এপ্রিল : হায়দরাবাদ বনাম চেন্নাই (হায়দরাবাদ),

২২ এপ্রিল : রাজস্থান বনাম মুম্বাই (জয়পুর)

২৩ এপ্রিল : পাঞ্জাব বনাম দিল্লি (ইন্দোর)

২৪ এপ্রিল : মুম্বাই বনাম হায়দরাবাদ (মুম্বই)

২৫ এপ্রিল : বেঙ্গালুরু বনাম চেন্নাই (বেঙ্গালুরু)

২৬ এপ্রিল : হায়দরাবাদ বনাম পাঞ্জাব (হায়দরাবাদ)

২৭ এপ্রিল : দিল্লি বনাম কলকাতা (দিল্লি)

২৮ এপ্রিল : চেন্নাই বনাম মুম্বাই (চেন্নাই)

২৯ এপ্রিল : রাজস্থান বনাম হায়দরাবাদ (জয়পুর),

২৯ এপ্রিল : বেঙ্গালুরু বনাম কলকাতা (বেঙ্গালুরু)

৩০ এপ্রিল : চেন্নাই বনাম দিল্লি (চেন্নাই)

১ মে : বেঙ্গালুরু বনাম মুম্বাই (বেঙ্গালুরু)

২ মে : দিল্লি বনাম রাজস্থান (দিল্লি)

৩ মে : কলকাতা বনাম চেন্নাই (কলকাতা)

৪ মে : পাঞ্জাব বনাম মুম্বাই (মোহালি)

৫ মে : চেন্নাই বনাম বেঙ্গালুরু (চেন্নাই),

৫ মে : হায়দরাবাদ বনাম দিল্লি (হায়দরাবাদ)

৬ মে : মুম্বাই বনাম কলকাতা (মুম্বাই),

৬ মে : পাঞ্জাব বনাম রাজস্থান (মোহালি)

৭ মে : হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু (হায়দরাবাদ)

৮ মে : রাজস্থান বনাম পাঞ্জাব (জয়পুর)

৯ মে : কলকাতা বনাম মুম্বাই (কলকাতা)

১০ মে : দিল্লি বনাম হায়দরাবাদ (দিল্লি)

১১ মে : রাজস্থান বনাম চেন্নাই (জয়পুর)

১২ মে : পাঞ্জাব বনাম কলকাতা (মোহালি),

১২ মে : বেঙ্গালুরু বনাম দিল্লি (বেঙ্গালুরু)

১৩ মে : চেন্নাই বনাম হায়দরাবাদ (চেন্নাই),

১৩ মে : মুম্বাই বনাম রাজস্থান (মুম্বাই)

১৪ মে : পাঞ্জাব বনাম বেঙ্গালুরু (মোহালি)

১৫ মে : কলকাতা বনাম রাজস্থান (কলকাতা)

১৬ মে : মুম্বাই বনাম পাঞ্জাব (মুম্বাই)

১৭ মে : বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু)

১৮ মে : দিল্লি বনাম চেন্নাই (দিল্লি)

১৯ মে : রাজস্থান বনাম বেঙ্গালুরু (জয়পুর)

১৯ মে : হায়দরাবাদ বনাম কলকাতা (হায়দরাবাদ)

২০ মে : দিল্লি বনাম মুম্বাই (দিল্লি),

২০ মে : চেন্নাই বনাম পাঞ্জাব (চেন্নাই)

২২ মে : প্রথম কোয়ালিফায়ার (মুম্বাই)

২৩ মে : এলিমিনেটর ( ঠিক হয়নি)

২৫ মে : দ্বিতীয় কোয়ালিফায়ার ( ঠিক হয়নি)

২৭ মে : ফাইনাল (মুম্বাই)।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইপিএল,পর্দা উঠছে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist