reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মার্চ, ২০১৮

টি-টেয়েন্টিতে ১০০০ রান মুশফিকের

এবার টি-টেয়েন্টিতেও ১০০০ রানের মাইল ফলক অতিক্রম করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি টি-২০ ক্রিকেটে হাজার রান পূর্ণ করলেন। গতকাল শুক্রবার শ্রীলংকার নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজের লিগ পর্বে শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এই ম্যাচে ২৮ রানের ইনিংস খেলার পথে টি-২০ ক্যারিয়ারে হাজার রান পূর্ণ করেন তিনি। ৬৭ ম্যাচে এখন মুশফিকুরের রান ১০০৩। মুশফিকুরের আগে বাংলাদেশের হয়ে ১ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এখন পর্যন্ত তামিম ৬১ ম্যাচে ১৩৭০ রান ও সাকিব ৬২ ম্যাচে ১২৩০ রান করেছেন। মুশফিকুরের পর বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ১ হাজার রান করার দ্বারপ্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ। ৬৬ ম্যাচে তার রান ৯৯৬। আগামীকাল ফাইনালে ভারতের বিপক্ষে আর মাত্র ৪ রান করতে পারলেই হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনিও।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুশফিক,টি-টেয়েন্টি,১০০০ রান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist