reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মার্চ, ২০১৮

তারপরও শ্রীলঙ্কার ১৫৯

শুরুটা দেখে মনে হয়েছিল কোনোরকম ১০০ পার করবে শ্রীলঙ্কা। ৪১ রানে যেখানে ৫ উইকেট নেই। কিন্তু সেই মনে হওয়াকে তুড়ি বাজিয়ে দেখিয়ে দিলেন লঙ্কান ২ ব্যাটসম্যান। তাদের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১৫৯ রান। জিততে বাংলাদেশকে করতে হবে ১৬০ রান।

ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লড়ছে শ্রীলঙ্কা। দলের বিপর্যয়ের মুহূর্তে হাল ধরেছেন কুশাল পেরেরা। সঙ্গী থিসারা পেরেরা। এই জুটির কল্যাণে শ্রীলঙ্কা দ্রুত রান সংগ্রহ করছে।

ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা

আবারও উইকেটের পতন। এবার উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। নিজের তৃতীয় ওভারের প্রথম বলে জীবান মেন্ডিসকে মুস্তাফিজের হাতে ক্যাচে পরিণত করলেন। ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখিন স্বাগতিক শ্রীলঙ্কা।

৪ উইকেট নেই, ধুঁকছে শ্রীলঙ্কা

পরপর ২ উইকেট হারাল শ্রীলঙ্কা। মুস্তাফিজের দ্বিতীয় ওভারে প্রথমে শ্রীলঙ্কা দলের থারাঙ্গাকে রান আউট করলেন মেহেদি হাসান মিরাজ। এরপর শানাকা এসেই অাউট হয়ে ফিরে গেলেন। ৪ উইকেট হারিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা।

সাকিবের পর মুস্তাফিজের আঘাত

সাকিবের পর দ্বিতীয় আঘাত হানলেন মুস্তাফিজ। মুস্তাফিজ প্রথম ওভারে কুশাল মেন্ডিসকে ওভারের শেষ বলে সৌম্য সরকারের হাতে ক্যাচে পরিণত করেন।

শুরুতেই সাকিবের আঘাত

শুরুটা করলেন সাকিব। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে গুনাথিলাকাকে আউট করে দলকে প্রথম উইকেট শিকারের উদযাপনে মাতালেন। সাকিব প্রথম ওভারেই মাত্র ৩ রান দিয়ে শুরু করেছিলেন।

এতে প্রথমে ব্যাট করতে নামা শ্রীলংকার প্রথম ব্যাটসম্যানকে আউট করে সাজঘরে পাঠিয়েছেন দলে ফেরা অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারেই বল করতে আসা সাকিব দ্বিতীয় ওভারেই সাব্বিরের ক্যাচ বানিয়ে আউট করেন গুনাথিলাকাকে।

নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইনজুরি থেকে ফিরে টস করতে নামা বাংলাদেশ অধিনায়কের জন্য টস ভাগ্যটা ভালো বলতে হবে। কারণ কলম্বোতে প্রথমে টসে জিতেই ম্যাচ জিতেছে দল। ব্যতিক্রম ঘটেছে কেবল একটি ম্যাচে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাকিব,আঘাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist