reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মার্চ, ২০১৮

ফাইনালের পথে এগিয়ে রইল ভারত

শ্রীলংকায় নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিকদেরকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ফলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। লিগের প্রথম পর্বে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিলো ভারত। বৃষ্টির কারনে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে প্রায় দেড় ঘন্টা পর শুরু হয় খেলা। খেলা দেরিতে শুরু হওয়ায় ১৯ ওভারে নির্ধারিত হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী ভারত। ব্যাটিং-এ নেমে দলীয় ৩৪ রানের মধ্যে ২ উইকেট হারায় শ্রীলংকা। এরপর তৃতীয় উইকেটে জুটি গড়ে দলকে সামনের দিকে এগিয়ে নেন আরেক ওপেনার কুশল মেন্ডিজ ও উপল থারাঙ্গা। দু’জনে ৬২ রানের জুটি গড়েন।

২২ রানে থাকা থারাঙ্গাকে ফিরিয়ে তৃতীয় সাফল্য তুলে নেয় ভারত। এরপরই ভারতীয় বোলাররা জ্বলে উঠেন। লাইন-লেন্থ দিয়ে বুদ্ধিমত্তার সাথে শ্রীলংকার পরবর্তী ব্যাটসম্যানদের রান জড়ো করার সুযোগ দেননি টিম ইন্ডিয়ার বোলাররা। তাই দলীয় ৯৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর নির্ধারিত ১৯ ওভারে ৯ উইকেটে ১৫২ রানের সংগ্রহ দাড় করায় শ্রীলংকা। অর্থাৎ পরের ৫০ বলে ৬ উইকেট হারিয়ে ৫৬ রান যোগ করতে পারে লংকানরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন মেন্ডিজ। তার ৩৮ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা ছিলো। এছাড়া উপল থারাঙ্গা ২২, দাসুন শানাকা ১৯ ও ওপেনার দানুস্কা গুনাথিলাকা ১৭ রান করেন। ভারতের পেসার শারদুল ঠাকুর ২৭ রানে ৪ উইকেট নেন। ১৫৩ রানের টার্গেটে শুরুটা ভালো করতে পারেনি ভারতও। স্কোর বোর্ডে ২২ রান উঠতেই দুই ওপেনার উইকেট পতনের তালিকায় নাম তুলেন। অধিনায়ক রোহিত শর্মা ১১ ও শিখর ধাওয়ান ৮ রান করে ফিরেন।

তৃতীয় উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে শ্রীলংকার বোলারদের উপর চড়াও হন সুরেশ রায়না। এতে ভারতের রানে গতি বেড়ে যায়। তবে ২টি চার ও ছক্কায় ১৫ বলে ২৭ রানে থেমে যান রায়না। রাহুলের সাথে ৪০ রানের জুটি ছিলো তার। কিছুক্ষণ পরে নিজের ভুলে হিট উইকেট হয়ে ১৮ রানে থামতে হয় রাহুলকেও। ফলে দলীয় ৮৫ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। এমন অবস্থায় ম্যাচের নিয়ন্ত্রন নেয় শ্রীলংকা।

তবে সেটি ধীরে ধীরে ভারতের পক্ষে চলে যায় মনিষ পান্ডে ও দিনেশ কার্তিকের ব্যাটিং দৃঢ়তায়। শেষ পর্যন্ত মাত্র ৪৬ বলে অবিচ্ছিন্ন ৬৮ রান স্কোর বোর্ডে জমা করে ভারতকে দুর্দান্ত জয়ের স্বাদ দেন মনিষ ও কার্তিক। মনিষ ৩১ বলে ৪২ ও কার্তিক ২৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হয়েছেন ভারতের শারদুল। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ভারত।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা : ১৫২/৯, ১৯ ওভার (মেন্ডিজ ৫৫, থারাঙ্গা ২২, শারদুল ৪/২৭)।

ভারত : ১৫৩/৪, ১৭.৩ ওভার (মনিষ ৪২*, কার্তিক ৩৯*, ধনঞ্জয়া ২/১৯)।

ফলাফল : ভারত ৬ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : শারদুল ঠাকুর (ভারত)।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,ফাইনাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist