reporterঅনলাইন ডেস্ক
  ১১ মার্চ, ২০১৮

দল ও মাহমুদউল্লাহকে জরিমানা : চান্ডিমাল ২ ম্যাচ নিষিদ্ধ

শ্রীলংকায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে গতকাল শনিবার স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের সবাইকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আর অধিনায়ক মাহমুদউল্লাহকে জরিমানা করা হয়েছে ২০ শতাংশ। দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এদিকে প্রেমাদাসায় ম্যাচের শেষ দিকে একটি দৃশ্য দেখা গেছে বেশ কয়েক বার। বোলারদের ডেকে আলোচনা করেছেন দিনেশ চান্ডিমাল। এতেও মুশফিকের ৪-ছক্কা আটকাতে পারেননি, পারেননি দলের হার এড়াতে। আজ রোববার এর চেয়েও বড় দুঃসংবাদ শুনতে হয়েছে তাকে। ত্রিদেশীয় সিরিজের পরের ২ ম্যাচে নিষিদ্ধ হয়েছেন চান্ডিমাল। তবে তিনি নিজে নির্দোষ দাবি করেছিলেন। কিন্তু আজ বিকেলে শুনানির পরও ক্রিস ব্রড এই শাস্তি বহাল রেখেছেন।

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে গতকাল ৪-ছক্কার ফুলঝুরি ছুটেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের হতাশ করে ২১৪ রান করেছে শ্রীলঙ্কা। বোলিং পরিবর্তন ও পরিকল্পনা সাজাতে বাংলাদেশ নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার সময় বেশি নিয়েছিল। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫.১ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ দলের সবাইকে জরিমানা করা হয়েছে।

দ্বিতীয় ইনিংসেও ৪-ছক্কা কম হয়নি। টি-টোয়েন্টিতে রান তাড়া করার চতুর্থ সর্বোচ্চ রেকর্ড গড়েছে বাংলাদেশ। আর এ ঘটনা আটকাতে বারবার ফিল্ডিং পজিশন পরিবর্তন করার চেষ্টা করেছেন লঙ্কান অধিনায়ক। মুশফিক যখনই ৪ বা ৬ মেরেছেন, বোলারদের নিয়ে আলোচনা করে মুশফিকের রিদম নষ্ট করার চেষ্টা করেছেন। এ নিয়ে মুশফিক মাঠের আম্পায়ারদের কাছে অভিযোগ করেছেন। ব্যাপারটা যে ম্যাচ রেফারিও চোখ এড়ায়নি, সেটা বোঝা গেছে ম্যাচের পরে।

শ্রীলঙ্কা দল নির্ধারিত সময়ের মধ্যে ৪ ওভার কম বল করেছে। আইসিসির ২.৫.২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রথম ২ ওভারের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়। এর পরের প্রতি ওভারের জন্য ২০ শতাংশ জরিমানা। ৪ ওভার কম করায় শ্রীলঙ্কা একাদশের প্রত্যেক খেলোয়াড়ের ৬০ শতাংশ কেটে রাখা হবে। আর অধিনায়ক হিসেবে দুটি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন চান্ডিমাল। ২ সাসপেনশন পয়েন্টের ফলে এক টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হতে হয়।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চান্ডিমাল,মাহমুদউল্লাহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist