reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মার্চ, ২০১৮

শ্রীলংকায় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ

আজ মঙ্গলবার সন্ধ্যায় শ্রীলংকায় শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। স্বাগতিকদের সাথে এই টুর্ণামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ ও ভারত। আর এই নিদাহাস ট্রফি শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ৪১ রানের দারুন এক জয় পেয়েছে বাংলাদেশ। আজ কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে লিটন দাসের ঝড়ো ইনিংস এবং মুশফিক-রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে টাইগাররা করে ৫ উইকেটে ১৮৬ রান। জবাবে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশ ১৯ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায়। ১৮ বলে ৪০ রান করেছেন লিটন। ইনিংসের একমাত্র অর্ধশতক মুশফিকের ব্যাটে, ৪৪ বলে ৬৫। অধিনায়ক মাহমুদউল্লাহ খেলেছেন ২৭ বলে ৪৩ রানের ইনিংস।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে ছিলেন না তামিম ইকবাল। সৌম্য সরকারের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন লিটন কুমার দাস। টাইগারদের শুরুটা হয় যাচ্ছে তাই। প্রথম বলেই সাজঘরের পথ ধরেন সৌম্য সরকার। নিজের ব্যাটিং ব্যর্থতা আরও একবার সবাইকে জানিয়ে মাত্র ১ রান করে ফেরেন তিনে নামা সাব্বির রহমান। তবে তৃতীয় উইকেটে লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম বড় জুটি গড়ে তোলেন। ১৮ বলে ৪টি চার ৩টি ছক্কায় ৪০ রান করে আউট হন লিটন। মূলত বড় রানের সম্ভাবনা তখন থেকেই শুরু। অধিনায়ক রিয়াদের সাথে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান মুশফিকুর রহিম। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করতে পারে বাংলাদেশ।

শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের ইনিংসের শুরুতে টাইগারদের কাঁপিয়ে দিয়েছিলেন নিরোশান ডিকভেলা। ম্যাচের প্রথম বলেই আবু জায়েদকে স্কুপ করার চেষ্টা করে পারেননি। পরের বলে ঠিকই সফল, স্কুপ করে ছক্কা! প্রথম চার ওভারে চার পেসারকে বোলিংয়ে আনেন মাহমুদউল্লাহ। ডিকভেলার ঝড় থামান রুবেল। ১৩ বলে ২৭ রান করা ব্যাটসম্যান পয়েন্টে ক্যাচ দেন সাব্বিরকে।

এরপর সেভাবে দাঁড়াতে পারেনি আর কেউ। ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কা দলে থাকা ধনঞ্জয় ডি সিলভা তিন চারের পর ফিরেছেন ১৪ রানে। মিডল অর্ডারে অ্যাঞ্জেলো পেরেরা করেছেন ২২। বোলিংয়ে স্বস্তি হয়ে এসেছে রুবেল হোসেন ও তাসকিন আহমেদের পারফরম্যান্স। ৩ ওভারে ১৬ রানে দুটি উইকেট নিয়েছেন তাসকিন, ১৯ রানে দুটি রুবেল। আবু জায়েদ ও আবু হায়দার ছিলেন বিবর্ণ। প্রসঙ্গত আগামী ৮ মার্চ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এর আগে আজ মঙ্গলবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৬/৫ (লিটন ৪০, সৌম্য ০, সাব্বির ১, মুশফিক ৬৫, রিয়াদ ৪৩, আরিফুল ১৫*, নুরুল ১২; ফার্নান্দো ২/২২, ড্যানিয়েলস ১/১৪, কুমারা ১/৫০, ভ্যান্ডারসে ০/৩৯, থিকশিলা ১/১০, সান্দাকান ০/৫০)

শ্রীলংকা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ: ১৯ ওভারে ১৪৫ (ডিকওয়েলা ২৭, মুনাবিরা ১০, সামারাবিক্রম ৪, ধনঞ্জয় ১৪, পেরেরা ২২, মিলান্থা ১৯, থিকশিলা ৪, ড্যানিয়েলস ১০*, বান্দারা ৭, ভ্যান্ডারসে ১, সান্দাকান ১৩; আবু জায়েদ ২-০-২৮-০, আবু হায়দার ৪-০-৩৫-১, রুবেল ৩-০-১৯-২, তাসকিন ৩-০-১৬-২, সৌম্য ২-০-১৭-১, নাজমুল অপু ১-০-৩-১, আরিফুল ১-০-৮-০, মিরাজ ২-০-১০-১, রিয়াদ ১-০-৮-০)।

ফলাফল: বাংলাদেশ ৪১ রানে জয়ী।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,প্রস্তুতি ম্যাচ,শ্রীলংকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist