reporterঅনলাইন ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি, ২০১৮

জয়ের আশা নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

চার তরুণের জাতীয় দলে অভিষেক হচ্ছে

স্বাগতিকদের সামনে এবার টি-টোয়েন্টি সিরিজের চ্যালেঞ্জ।তাই টি-টুয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। কঠিন এ চ্যালেঞ্জে নামার আগে অবশ্য ভাগ্যকে পাশেই পেয়েছে বাংলাদেশ। টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বেছে নিয়েছেন ব্যাটিং।

আজ থেকে শুরু হওয়া সিরিজে নিজেদের এগিয়ে রাখছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কেন নিজেদের ফেভারিট ভাবছেন তিনি? সম্ভাব্য কারণ হতে পারে টি-টোয়েন্টি ফরমেটে শ্রীলঙ্কার যাচ্ছে তাই অবস্থা। শেষ ৮ ম্যাচের সবকটিতেই হেরেছে লঙ্কানরা। হোক দেশের মাটিতে, কিংবা বিদেশে। লঙ্কনরা বড্ড বিবর্ণ কুড়ি ওভারের ম্যাচে।

বাংলাদেশ সেই সুযোগের সদ্ব্যবহার করতে মরিয়া। টাইগাররা অতটা খারাপ অবস্থায় নেই। শেষ তিন ম্যাচের মধ্যে একটা জয় আছে তাদের। সেটাও আবার এই শ্রীলঙ্কার বিপক্ষেই। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বিদায়ী অর্ঘ্য উপহার দিয়েছেন সতীর্থতরা।

এ ম্যাচের মধ্যদিয়ে জাতীয় দলে অভিষেক হচ্ছে চার তরুণের। এর আগে ২০১৬ সালের ২০ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় চার বাংলাদেশী তরুণের। টি-টুয়েন্টি সংস্করণে অভিষেকের পর বাংলাদেশ দলে এক সঙ্গে এতো খেলোয়াড়ের সেটাই ছিল সর্বোচ্চ অভিষেক। সে রেকর্ড না ভাঙলেও বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে আবারো অভিষেক হচ্ছে চার নতুন মুখের।

অল রাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও আফিরুল হক, স্পিনার নাজমুল ইসলাম অপুর সঙ্গে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান প্রথমবারের মতো পেতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার স্বাদ।

একাদশ দল :

বাংলাদেশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, আরিফুল হক, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন ও আফিফ হোসেন ধ্রুব।

শ্রীলঙ্কা : উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা, ডিনেশ চান্দিমাল (অধিনায়ক), আশিলা গুনারতেœ, থিসারা পেরেরা, দাসুনশানাকা, আকিলা ধনঞ্জয়া, ইশুরু উদানা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টি-টুয়েন্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist