reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি, ২০১৮

‘গলার কাঁটা’ করুনারত্নেকে ফেরালেন মিরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্ট শুরুর আগে এই ফরম্যাটে ৫০ উইকেট পূর্ণ করতে মেহেদী হাসান মিরাজের প্রয়োজন ছিল ৪ উইকেট। অথচ প্রথম ইনিংসে দুই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলামের তোপে কোন উইকেটই পাননি মিরাজ। শুক্রবার চলতি টেস্টের দ্বিতীয় দিনে নিজের প্রথম উইকেটের দেখা পেয়েছেন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের গলায় কাঁটা হয়ে বসে থাকা ওপেনার দিমুথ করুনারত্নেকে ফিরিয়েছেন।

ঢাকা টেস্ট শুরু হওয়ার আগে দুই দলের অধিনায়কই বলেছিলেন এই ম্যাচের ফলাফল আসবে। কিন্তু তখন অন্তত এতটাও বোলিং বান্ধব পিচ আশা করেননি দুজনে। বৃহস্পতিবার শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২২২ রানে অল আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুক্রবার লাঞ্চ বিরতির আগেই তারা অলআউট হয় ১১০ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা হারিয়ে ফেলেছে ৪ উইকেট। মাত্র দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার প্রায় এক সেশন বাকি থাকতেই দু'দল মিলিয়ে উইকেট পড়েছে ২৪টি।

শুক্রবার ৩ উইকেটে ৮৭ রান নিয়ে চা-বিরতিতে যায় শ্রীলঙ্কা। বিরতি থেকে ফেরার তিন ওভারের মধ্যেই লঙ্কান ইনিংসে নিজের প্রথম আঘাত হানেন মিরাজ। ইনিংসের শুরু থেকেই ধৈর্য্যের প্রতীক হয়ে উইকেটের একপ্রান্তে ছিলেন করুনারত্নে। তবে মিরাজের করা ৩৩তম ওভারের তৃতীয় বলে মিড উইকেটে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। এতে দলীয় ৯২ রানে চতুর্থ উইকেট হারায় তার দল। আউট হওয়ার আগে ১০৫ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন করুনারত্নে, এতে ছিল না কোন চার কিংবা ছয়ের মার।

লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল ৬ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে ফিফটি করা রোশেন সিলভা অপরাজিত আছেন ১ রানে। বাংলাদেশের রাজ্জাক, তাইজুল, মোস্তাফিজুর রহমান ও মিরাজ একটি করে উইকেট পেয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেহেদী হাসান মিরাজ,বাংলাদেশ ও শ্রীলঙ্কা,ঢাকা টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist