reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি, ২০১৮

মাশরাফির ঝড়ো ফিফটি, বল হাতেও দুর্দান্ত

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখন শ্রীলঙ্কার বিপক্ষে ধুঁকছিল বাংলাদেশ তখন বিকেএসপিতে ঝড় তুলছিলেন মাশরাফি বিন মুর্তজা। রীতিমতো দানবীয় ব্যাটিংয়ে আগুন ঝরালেন বাংলাদেশের ওয়ানডে সংস্করণের অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে আবাহনী লিমিটেডের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে শুধু ঝড়ই তোলেননি, দলকেও এনে দিয়েছেন সম্মানজনক পুঁজি।

বাংলাদেশের মতই আবাহনীর বেশিরভাগ ব্যাটসম্যান ছিলেন এদিন ব্যর্থ। আট নম্বরে নেমে করলেন ঝড়ো ফিফটি। আর তার ব্যাটে চড়েই ৪৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে ২১৭ রানের লড়াই করার মত সংগ্রহ পেয়েছে আবাহনী। ৫৪ বল মোকাবেলা ৬৭ রানের ইনিংস খেলেছেন। ৩টি চারের সঙ্গে মেরেছেন ৫টি বিশাল ছক্কা।

তবে শুধু যে ব্যাট হাতেই ঝড় তুলেছেন তা নয়। বল হাতেও আগুন ঝরাচ্ছেন। এরমধ্যেই শিকার করেছেন ২ উইকেট। তার তোপে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলাবাগান ক্রীড়া চক্রের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেটে ৩৩ রান। অপর উইকেটটি নিয়েছেন তাসকিন আহমেদ। তবে ক্যাচটি লুফে নিয়েছেন সেই মাশরাফিই।

সকালে টস হেরে ব্যাটিংয়ে নামে মাশরাফির দল আবাহনী। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে ১০৬ রানেই প্রথম সারির ৬টি হারিয়ে ফেলে দলটি। এরপর মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন মাশরাফি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাশরাফি বিন মুর্তজা,প্রিমিয়ার লিগ,ফিফটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist