reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি, ২০১৮

সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন সাকিব

টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান পবিত্র হজে পালন করবেন। সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৯ সালে আইসিসি বিশ্বকাপের পর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শেষে টি-টেন টুর্নামেন্টে অংশ নিতে দুবাই গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখান থেকে গত ১৯ ডিসেম্বর পবিত্র ওমরা পালনের উদ্দেশে সৌদিআরব যান তিনি। তার সাথে ছিলেন তার সহধর্মিনী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রি। এছাড়া ওমরা পালনের সময় সাকিব পরিবারের সাথে ছিলেন ক্রিকেট দলের আরেক তারকা শাহরিয়ার নাফিস।

জাতীয় দলের তারকারা প্রায় সবাই ধর্মপ্রিয়। কিছুদিন আগে ওমরা পালন করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষ করে সপরিবারে ওমরা পালন করেন তিনি। মাশরাফি পরিবারের সঙ্গে ছিল নুরুল হাসান সোহানের পরিবারও।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে দল থেকে ছিটকে যান তিনি। সাকিব না থাকায় টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাকিব আল হাসান,হজ,ক্রিকেট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist