reporterঅনলাইন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে পঙ্গপালের হুমকি!

আগামী জুন ১৪ রাশিয়ায় শুরু হতে যাচ্ছে- দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। কিন্তু তার ৬ মাস আগে রাশিয়ার একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা সাবধান করেছেন, পঙ্গপালের ঝাঁক স্টেডিয়ামগুলোতে চড়াও হতে পারে। রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের প্রধান পিয়োতর চেকমারেভ বলেন, এ মুহূর্তে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ১০ লাখ হেক্টর জমিতে পঙ্গপাল উপদ্রুত হয়ে পড়েছে। এই এলাকার মধ্যে পড়েছে ভোল্গোগ্রাদ শহর যেখানে জুনের ১৮ তারিখে ইংল্যান্ড ও তিউনিসিয়ার মধ্যে ম্যাচ হবে। প্রসঙ্গত রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট হবে। আর ২০১৮ সালের বিশ্বকাপ শুরু হচ্ছে ১৪ জুন। ভোল্গোগ্রাডের এই স্টেডিয়াম পঙ্গপালের হুমকিতে পড়তে পারে। পিয়োতর চেকমারেভ বলেন, আমরা পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে জানি, কিন্তু আশঙ্কা হচ্ছে এ বছর এই পঙ্গপালের জন্য আমাদেরকে আন্তর্জাতিক কেলেঙ্কারিতে পড়তে হয় কিনা। সারা বিশ্বের লোকজন এখানে আসবে, ফুটবলের মাঠ হবে সবুজ। পঙ্গপাল সবচেয়ে পছন্দ করে সবুজ ঘাস। ফুটবল খেলা হয় বলে যে তারা এখানে হানা দেবেনা, সেটা নাও হতে পারে। তবে বিশ্বকাপের সময় এই পঙ্গপালের হুমকি নিয়ে ফিফার পক্ষ থেকে এখনও কিছু শোনা যায়নি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাশিয়া,বিশ্বকাপ,পঙ্গপাল,হুমকি!
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist