reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০১৮

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

প্রোটিয়াদের কাছে হারলো যুবারা

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম স্থাননির্ধারণী ম্যাচে বাংলাদেশকে আট উইকেটে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের দেয়া ১৭৯ রানের টার্গেটে মাত্র ৩৮.৩ ওভারে এই জয় তুলে নেয় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়ক বেন টনডার করেন অপরাজিত ৮২ রান এবং হারমান করেন অপরাজিত ৪৪ রান।

এরআগে কুইন্সটাউনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়েছিলো বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ফ্রেসার জোন্সের বলে ডু প্লেসিসের হাতে ক্যাচ দিয়ে ২ রান করা নাইম শেখ সাজঘরে ফিরে যান। পরের ওভারে আখোনা ম্ন্যাকার বলে সাইফ হাসানও ডু প্লেসিসের হাতে তালুবন্দী হলে ৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের যুবারা।

অধিনায়ক আউট হওয়ার পর একে একে সবাই ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। নবম ওভারে ৫ উইকেট হারিয়ে যুবদের স্কোর দাড়ায় ৩৩। ব্যাটিং বিপর্যয়ে কম রানের মধ্যে অলআউট হওয়ার শঙ্কার মাঝে ষষ্ঠ উইকেট জুটিতে ক্রিজে যোগ দেন আফিফ হোসেনের সাথে শাকিল হোসেন। কম রানের চাপ কাটিয়ে দলীয় শত রান পূরণ করেন তারা।

৬ চার ও ২ ছক্কায় ৪৪ বল খেলে আসরে নিজের তৃতীয় অর্ধশতক পূর্ণ করেন আফিফ। ইনিংসের ২৮তম ওভারে বাঁহাতি প্রোটিয়া পেসার ম্ন্যাকারের বলে আউট হন তিনি। অপরদিকে ৭১ বল মোকাবিলা করে হাফ সেঞ্চুরি তুলে নেন শাকিল। ৬১ রান করে তিনিও আউট হযে ফিরে যান। সবশেষ দলীয় স্কোর দাড়ায় ৪১.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৮। প্রোটিয়া বোলারদের মধ্যে জোন্স ৩৩ রানে ৫টি এবং ম্ন্যাকার ২৭ রানের ৩ উইকেট তুলে নেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা,আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ,আফিফ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist