reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জানুয়ারি, ২০১৮

দশম টেস্ট অধিনায়ক মাহমুুদুল্লাহ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দশম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের। দলের নিয়মিত ও নতুন অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে আগামীকাল বুধবার থেকে শুরু হওয়া টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে মাহমুদুল্লাহর। তার আগে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।

অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর। ৩৪ টেস্টে ৭ জয়, ১৮ হার ও ৯টি ম্যাচ ড্র হয় মুশফিকুরের নেতৃত্বে। এরপর ১৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন হাবিবুল বাশার। অবশ্য তার নেতৃত্বে মাত্র ১টি জয় পায় টাইগাররা। পাশাপাশি ১৩টি হার ও ৪টি ম্যাচ ড্র ছিলো।

তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ ১৩টি ও ১২টি করে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে যথাক্রমে মোহাম্মদ আশরাফুল ও খালেদ মাসুদ। নেতত্ব থাকাকালীন দু’জনের কেউই বাংলাদেশকে জয়ের স্বাদ দিতে পারেননি। আশরাফুল ও মাসুদের নেতৃত্বে সমান ১২টি করে ম্যাচ হারে বাংলাদেশ। তবে অ্যাশের নেতৃত্বে ১টি ম্যাচ ড্র করেছিলো টাইগাররা।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাহমুুদুল্লাহ,অধিনায়ক,টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist