reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০১৮

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তান

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতলো পাকিস্তান

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতলো পাকিস্তান। আজ মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮ রানে হারিয়েছে সফরকারী পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সরফরাজের দল। এই সিরিজ জয়ে নিউজিল্যান্ডকে সরিয়ে আবারো আইসিসি টি-২০ র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো পাকিস্তান।

সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এমনকি টি-২০ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের ব্যবধানে হারে তারা। তবে দ্বিতীয় ম্যাচ ৪৮ রানে জিতে সিরিজে সমতা আনে পাকিস্তান। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিলো অঘোষিত ফাইনাল।

ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ওপেনার ফখর জামানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের সাথে দলের অন্যান্য ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। জামান ৩৬ বলে ৪৬, অধিনায়ক সরফরাজ আহমেদ ২১ বলে ২৯, উমর আমিন ৭ বলে ২১ ও হারিস সোহেল ১২ বলে অপরাজিত ২০ রান করেন। নিউজিল্যান্ডের ইশ সোধি ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন।

জবাবে ১৮২ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ভালোই জবাব দিচ্ছিলো নিউজিল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্যে পৌছাতে পারেনি তারা। ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করতে পারে কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন ওপেনার মার্টিন গাপটিল। তার ৪৩ বলের ইনিংসে ২টি চার ও ৪টি ছক্ক ছিলো। এছাড়া রস টেইলর ২৫ ও স্যান্টনার অপরাজিত ২৪ রান করেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন শাহদাব খান। ম্যাচের সেরা হয়েছেন শাহদাব। সিরিজ সেরা হন মোহাম্মদ আমির।

আইসিসি টি-টোয়েন্টি সর্বশেষ র‌্যাঙ্কিং—১. পাকিস্তান (রেটিং পয়েন্ট ১২৬) ২. নিউজিল্যান্ড (রেটিং পয়েন্ট ১২৩) ৩. ভারত (রেটিং পয়েন্ট ১২১) ৪. ইংল্যান্ড (রেটিং পয়েন্ট ১১৯) ৫. ওয়েস্ট ইন্ডিজ (রেটিং পয়েন্ট ১১৫) ৬. দক্ষিণ আফ্রিকা (রেটিং পয়েন্ট ১১২) ৭. অস্ট্রেলিয়া (রেটিং পয়েন্ট ১১১) ৮. শ্রীলঙ্কা (রেটিং পয়েন্ট ৮৮) ৯. আফগানিস্তান (রেটিং পয়েন্ট ৮৬) ১০. বাংলাদেশ (রেটিং পয়েন্ট ৭৬)

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আইসিসি,টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং,পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist