reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০১৮

৪ বছর পর টেস্ট দলে রাজ্জাক

চট্টগ্রাম টেস্টে স্কোয়াডে ফিরেছেন আবদুর রাজ্জাক

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ৩৫ বছর বয়সী বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। তিনি জাতীয় ক্রিকেট দলের হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেন ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে। সেবারও শ্রীলঙ্কা ছিল প্রতিপক্ষ।

১২টি টেস্ট ম্যাচ খেলা রাজ্জাক ২৩ উইকেট নিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে কিছুদিন আগেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন।

চার বছর পর দলে ফিরে আবদুর রাজ্জাক বলেন, হঠাৎ পাওয়া এই ডাকে আমি আসলেই খুশি। ভাবতে পারিনি এভাবে ডাক আসবে। কিছুক্ষণ আগে থেকেও সবাই জিজ্ঞেস করছিলো আমি টেস্ট দলে আছি কি না। আমি উত্তর দেইনি। হঠাৎ নান্নু ভাই ফোন দিয়ে জানালেন চট্টগ্রামে দলের সাথে যোগ দিতে।

এই বোলার মনে করেন, জাতীয় দলে খেলাটা সবসময়ই গর্বের। আর এই বয়সে বাংলাদেশে কেউ আশাই করে না যে, সে জাতীয় দলে ফিরবে। সেক্ষেত্রে এটা একটা বড় সম্মান।

রাজ্জাক জাতীয় দলে অনেকদিন না খেললেও নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছেন। তাই নিজের ফিটনেস নিয়ে বেশ আশাবাদী। বলেন, ইনজুরির কথা তো বলা যায় না কখন কি হয়? তবে শেষ কদিন ধরেই চারদিনের ম্যাচ খেলছি এবং টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আমি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আব্দুর রাজ্জাক,বিসিবি,চট্টগ্রাম টেস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist