reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০১৮

ইনজুরিতে ছিটকে পড়লেন সাকিব

ইনজুরির কারণে অবশেষে টেস্ট থেকেও ছিটকে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজকের ম্যাচে আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়ার পর সরাসরি হাসপাতালে নেয়া হয় তকে। সেখানে প্রথমে এক্সরে করার পর তার হাতে সেলাই দেয়া হয়েছে। যে কারণে আজকের ম্যাচে আর ব্যাট করতে পারছেন না তিনি। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, বাঁহাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছেন সাকিব। এরপরই তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। অবশ্য এই ম্যাচে তার খেলতে পারার বিষয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি।

৪২তম ওভারের প্রথম বলে এক্সট্রা কাভারে বল ঠেলে দিয়ে এক রান তুলে নেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল। ডাইভ দিয়ে বল থ্রো করতে চেয়েছিলেন ফিল্ডার সাকিব। তবে বল তালুবন্দি হয়নি বরং অস্বাভাবিকভাবে বাঁহাতের আঙুল মাটিতে উল্টোভাবে মাটিতে আঘাত করে। মাঠেই লুটিয়ে পড়েন সাকিব। এরপর হাতে বরফ চেপে মাঠ ছাড়েন তিনি। এদিকে সাকিবের বদলে ফিল্ডিং না হয় করেছেন নাসির হোসেন। তবে নিয়ম অনুযায়ী তার পরিবর্তে অন্য কেউ ব্যাট করতে পারবেন না। ফলে দশ জনের দলে পরিণত হলো বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে সেরে উঠতে পারবেন কি না, সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, এক্স-রেতে ফ্র্যাকচার ধরা পড়েনি, তবে সেলাই লেগেছে। এই ম্যাচ তো খেলতেই পারবে না, সাকিব প্রথম টেস্টের আগে সেরে উঠতে পারবে কি না নিশ্চিত নই। আগামী ৩১ জানুয়ারি শ্রীলংকার বিরুদ্ধে চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইনজুরি,ছিটকে পড়লেন,সাকিব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist