reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০১৮

বাংলাদেশের টার্গেট ২২২ রান

ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বাংলাদেশের টার্গেট ২২২ রান। এর আগে হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় সফরকারী শ্রীলংকা। সব উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ২২১ রান। ফলে অধরা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিততে হলে এখন টাইগারদের করতে হবে ২২২ রান। আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১২টায়। এই ম্যাচে শ্রীলংকার হয়ে ৯৯ বলে সর্বোচ্চ ৫৬ রান করেছেন উপল থারঙ্গা। এছাড়া ৭৪ বলে ৪৫ রান করেছেন অধিনায়ক দিনেশ চান্ডিমাল এবং ৫৭ বলে ৪২ রান করেছেন নিরোশান ডিকবেলা। আর বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নিয়েছেন রুবেল হোসেন এবং ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। এছাড়া ১টি করে উইটেক দখল করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মেহদি হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিন।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশের টার্গেট,২২২ রান,ত্রিদেশীয় সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist