reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি, ২০১৮

ফিফটি করে ফিরলেন সাকিব

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। দলীয় ছয় রানে ওপেনার এনামুল হক বিজয় আউট হয়ে যাওয়ার পর তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ব্যাটে দারুণভাবে এগোতে থাকে টাইগাররা।

তামিম ইকবালের সঙ্গে ১০৬ রানের পার্টনারশিপ গড়ে সাজঘরে ফিরে গেছেন সাকিব আল হাসান। তিনি করেছেন ৫১ রান। ওয়ানডে ক্রিকেটে এটি তার ব্যক্তিগত ৩৭তম অর্ধশত। ইনিংসের ২৮তম ওভারে সিকান্দার রাজার বলে স্ট্যাম্পিং হয়েছেন সাকিব। দলীয় ছয় রানে কাইল জারভিসের বলে এলবিডব্লিউ হন ওপেনার এনামুল হক বিজয়। তিনি করেছেন এক রান।

আজ একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। পেসার মোহাম্মদ সাইফউদ্দিনকে বসিয়ে একাদশে রাখা হয়েছে স্পিনার সানজামুল ইসলামকে। সিরিজে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে দুটিতেই বড় জয় পেয়েছে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে, জিম্বাবুয়ে আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে। এরআগে তারা একটিতে জয় পেয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্রিদেশীয় সিরিজ,বাংলাদেশ ও জিম্বাবুয়ে,সাকিব আল হাসান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist