reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০১৮

এবার ৪৪ ওভারে ১৯৮ রানেই শেষ জিম্বাবুয়ে

ঢাকায় ত্রিদেশীয় সিরিজের ফিরতি লেগে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৪৪ ওভারে ১৯৮ রানেই শেষ জিম্বাবুয়ের ইনিংস। অর্থাৎ আগের ম্যাচে বড় ইনিংস খেলে দুর্দান্ত জয় তুলে নিলেও আজ রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে তেমন সুবিধাই করতে পারলো না তারা। ৪৪ ওভারে ১৯৮ রানেই সবকটি উইকেট হারিয়ে বসে গ্রায়েম ক্রেমাররা। দলের হয়ে একমাত্র হাফসেঞ্চুরি করা ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলর। লঙ্কানদের আগের ম্যাচে ১২ রানে হারিয়ে ফাইনালে যাওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিল জিম্বাবুয়ে। সে ম্যাচে ২৯০ রান সংগ্রহ করেছিল দলটি। তবে আজ ২০০ রানও করতে পারলো না। শ্রীলঙ্কা যদি এ ম্যাচ জিততে পারে তবে ফাইনালের আশা টিকিয়ে রাখবে। আর হারলে টুর্নামেন্ট থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত।

হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমান মায়ারের ৪৪ রানের উদ্বোধোনী জুটি ভালো কিছুর সম্ভাবনা জাগায় জিম্বাবুয়ে। তবে ব্যক্তিগত ২০ ও ২১ রানে বিদায় নেন এই ওপেনাররা। এর পর লঙ্কান বোলারদের তোপে টেইলর ছাড়া বাকিরা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। ৮০ বলে ছয়টি চারের সাহায্যে ৫৮ করেন ডানহাতি টেইলর। ৩৪ রান আসে অধিনায়ক ক্রেমারের ব্যাট থেকে। এছাড়া ২৪ রান করেন ম্যালকম ওয়ালার।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের শুরুটা ছিল সাবধানি। ১০তম ওভারের শেষ বলে হ্যামিল্টন মাসাকাদজা ২০ রানে আউট হওয়ার আগে উদ্বোধনী জুটিতে সলোমন মিরেকে সঙ্গে নিয়ে তুলেছেন ৪৪ রান। জিম্বাবুয়ের ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। সেরা জুটি এসেছে পঞ্চম উইকেটে ৬৬ টেলর-ওয়ালারের ব্যাটে। ৩৪ রান করেন অধিনায়ক ক্রেমার। লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল থিসারা পেরেরা। এই পেসার ৮ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। নুয়ান প্রদিপ নেন ৩টি উইকেট। আর দুটি উইকেট দখল করেন লাকসান সান্দাকান।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জিম্বাবুয়ে,ত্রিদেশীয় সিরিজ,শ্রীলঙ্কা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist