reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০১৮

ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কার টিকে থাকার লড়াই

টানা দুই ম্যাচ হারের পর শ্রীলঙ্কার সামনে আজ টিকে থাকার লড়াই। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায়। আজ যদি শ্রীলঙ্কা জয় পায় তাহলে তাদের সামনে ফাইনাল খেলার সুযোগ থাকবে। আর হারলেই বিদায় নিশ্চিত। সেক্ষেত্রে ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে জিম্বাবুয়ে। তাই আজ প্রতিপক্ষকে হারানো ছাড়া লঙ্কানদের সামনে বিকল্প কোনও পথ নেই।

এই সিরিজে টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে আট উইকেটে হারায় জিম্বাবুয়েকে এবং দ্বিতীয় ম্যাচে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারায় শ্রীলঙ্কাকে। অপরদিকে লঙ্কানরা নিজেদের দুটি ম্যাচেই পরাজিত হয়। আর জিম্বাবুয়ে দুটি ম্যাচ খেলে একটিতে জয় পায় এবং একটিতে পরাজিত হয়।

শ্রীলঙ্কা দলের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ইনজুরির কারণে গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি। এই সিরিজে হয়তো তিনি আর খেলতে পারবেন না। কারণ, পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নিতে আজ শ্রীলঙ্কায় ফিরে যাওয়ার কথা অ্যাঞ্জেলো ম্যাথুজের।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য) : কুসল পেরেরা, উপুল থারাঙ্গা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদ্বীপ, লক্ষণ সান্দাকান।

জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য) : হ্যামলিটন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), টেন্ডাই সাতারা, কাইল জারভিস, ব্লিজিং মুজারাবানি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে,শ্রীলঙ্কা একাদশ,ত্রিদেশীয় সিরিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist