reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০১৮

পাকিস্তান হোয়াইট ওয়াশ

নিউজিল্যান্ডের হাতে হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান। এর আগে মাত্র দুবার ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছে পাকিস্তান। এক সিরিজে সব ম্যাচ হারার যন্ত্রণা যেন ফুটে উঠেছে তাদের মুখে। চ্যাম্পিয়নস ট্রফিতে রূপকথার জন্ম দিয়ে একের পর এক ওয়ানডে জিততে থাকা পাকিস্তান নিউজিল্যান্ডে কী নাকালটাই না হলো! আজ শেষ ম্যাচে লজ্জা এড়ানোর মরণপণ চেষ্টা করেছিল তারা। ওয়েলিংটনে শেষ পর্যন্ত হেরেছে ১৫ রানে। তাতেই ৫ ম্যাচ সিরিজের প্রতিটিতেই হারার লজ্জায় পড়ল পাকিস্তান। ৫-০ ব্যবধানে ধবলধোলাই খুব বেশিবার তারা হয়নি। এর আগে মাত্র দুবার এমন লজ্জায় পড়েছিল তারা। সর্বশেষ ৮ বছর আগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ধবলধোলাইয়ের হিসাবে কমপক্ষে ৩ ম্যাচ সিরিজকে সাধারণত বিবেচনায় নেওয়া হয়। সে হিসাবে পাকিস্তান তাদের ক্রিকেট ইতিহাসে খুব বেশিবার কিন্তু এমন লজ্জায় পড়েনি। হোয়াইটওয়াশের শিকার এর আগে হয়েছে ৯ বার। ২ ম্যাচ সিরিজকে বিবেচনায় নিলেও সংখ্যাটি সব মিলিয়ে ১৫ বার। সর্বশেষ চারবারের তিনবারই পাকিস্তানকে ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছে নিউজিল্যান্ড। অথচ ২০১৫ সালের আগে এ দলটির বিপক্ষে একবারও হোয়াইটওয়াশ হয়নি পাকিস্তান। এর মধ্যে পাকিস্তানকে বাংলাওয়াশ করেছে বাংলাদেশও।

পাকিস্তান সবচেয়ে বেশি হোয়াইটওয়াশ হয়েছে ইংল্যান্ডের কাছে, চারবার। এরপর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া; ৩ বার করে। ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা ধবলধোলাই হয়েছে দুবার। ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছেও একবার করে হোয়াইট ওয়াশ হয়েছে তারা।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হোয়াইট ওয়াশ,পাকিস্তান,নিউজিল্যান্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist