reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৮

ত্রিদেশীয় সিরিজ : আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

ঢাকায় শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে আগামীকাল শুক্রবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় খেলাটি শুরু হবে। আর এই ম্যাচের উইকেট দেখে বড় রানের আভাস পাচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রয়োজন হলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০০ রানের লক্ষ্য তাড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। তবে আগে বোলিং করতে হলে প্রতিপক্ষকে ২৭০-২৮০ রানের ভেতরই থামাতে চান তিনি। এর আগে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্য পেরিয়ে যায় ১২৯ বল বাকি রেখে। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ২৯১ রানের লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা হারে ১২ রানে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশের অনুশীলনের সময় এক সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে আছেন সতীর্থরা। হ্যাঁ, ৩০০ রান তাড়া করা সম্ভব। প্রথম ম্যাচে যদি দেখেন, আমরা কিন্তু প্রায় ৩০০ রান চেজ করার মতো অবস্থানে ছিলাম। অবশ্যই এই ধরনের জয় বাড়তি একটা অনুপ্রেরণা দেয়। আশা করব, যারা তামিম ইকবাল ও মুশফিুর রহিম নট আউট ছিল তাদের আত্মবিশ্বাস ওই পর্যায়ে থাকবে। আর যারা আউট হয়েছে, এনামুল হক বিজয় বা সাকিব আল হাসান, ওরাও কিন্তু ভালো শুরু পেয়েছিল।

মাশরাফি বলেন, বোলিংয়ের দিক থেকে সবাই ভালো বোলিং করেছে। শ্রীলঙ্কাকে ২৭০/২৮০ রানের ভেতরে রাখার সামর্থ্য আমাদের অবশ্যই আছে। ওরা ভালো ব্যাটিং করলেও নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারলে যে রানের ভেতরে ওদের আটকাতে চাই তা করার সামর্থ্য আমাদের আছে। তিনি বলেন, শ্রীলঙ্কাকে হারানোর ফর্মুলা বাংলাদেশের অজানা নয়। দুদলের সবশেষ সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে মাশরাফির দল। লঙ্কানদের হারানোর আরেকটি পথ দেখিয়েছে জিম্বাবুয়ে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,মুখোমুখি,ত্রিদেশীয় সিরিজ,শ্রীলঙ্কা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist