reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০১৮

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারে শুরু পাকিস্তানের

নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের শুরুটা সুখকর হয়নি পাকিস্তানের। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে ৬১ রানে হেরেছে সরফরাজ আহমেদের দলটি।

ওয়েলিংটনে টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক সরফরাজ। আগে ব্যাটি করতে নেমে উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৩১৫ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ৩০.১ ওভারে ৬ উইকেটে ১৬৬ রানের পর বৃষ্টি হানা দেয়। বৃষ্টিতে প্রায় এক ঘন্টা বন্ধ থেকে ডিএল মেথডে ৬১ রানে জয় পায় নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে পাকিস্তানের লক্ষ্য দাঁড়িয়েছিল ২২৮ রানে।

নিউজিল্যান্ডের বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে শুরুর ষোল ওভারেই দলীয় ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। খাঁদের কিনারায় চলে যাওয়ায় পাকিস্তানের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন ফখর জামান। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৮২ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গ ১৭ রানে অপরাজিত ছিলেন ফাহিম আশরাফ। এর আগে ব্যাট করতে নেমে ওপেনার আজহার আলী ৬, বাবর আজম ০, মোহাম্মদ হাফিজ ১ শোয়েব মালিক ১৩ ও সরফরাজ আহমেদ ৮ রানে আউট হয়েছেন।

পাকিস্তান ইনিংসের শুরুতে বিপর্যয় নিয়ে আসেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। স্বাগতিকদের হয়ে সাউদি ৩টি ও বোল্ট ২টি উইকেট নেন।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে কিউইদের হয়ে সর্বোচ্চ ১১৫ রানের ইনিংসটি খেলেন অধিনায়ক উইলিয়ামসন। ১১৭ বলে ৮ চার ও ১ ছক্কায় এ ইনিংস সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন কলিন মানরো। এছাড়া হেনরি নিকোলাস ৫০ ও শুরুতে নেমে মার্টিন গাপটিল ৪৮ রানের ইনিংস খেলেন।

সফরকারীদের হয়ে হাসান আলী সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, রুম্মান রায়িস, ফাহিম আশরাফ ও ফখর জামান।

ওয়েলিংটনে এ জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডেতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আগামী ৯ জানুয়ারি নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃষ্টিবিঘ্নিত ম্যাচ,হার,পাকিস্তান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist