reporterঅনলাইন ডেস্ক
  ০১ জানুয়ারি, ২০১৮

বাংলাদেশ ক্রিকেট দলের ২০১৮ সালের পূর্ণাঙ্গ সূচি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২০১৮ সালের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। এবার বছরের শুরুতেই বাংলাদেশের সামনে না-জেতা ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়ের সুযোগ থাকছে। অবশ্য ২০১৭ সালেও ব্যস্ত এক বছর কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট। এই বছরও বাংলাদেশের অপেক্ষায় ব্যস্ত সূচি। অর্থাৎ বাংলাদেশের সামনে আবারও বড় চ্যালেঞ্জ। বিদেশের মাটিতে সামর্থ্যের কঠিন পরীক্ষা দিতে হবে এবারও। এই জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশের মাঠে খেলে টানা ৪টি সিরিজ-টুর্নামেন্ট খেলতে হতে পারে বিদেশে। তবে বাংলাদেশ দলের বছরটা শেষ হবে আবার দেশের মাটিতেই। নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। আগামী জানুয়ারিতে আবারও বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আন্তর্জাতিক ক্রিকেটের মতো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়ে নির্দিষ্ট কিছু বলা কঠিন। নানা কারণে হুটহাট পাল্টে যায় সূচি। এখন পর্যন্ত ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম), বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ ও টুর্নামেন্ট কমিটির সম্ভাব্য সূচি অনুযায়ী জানুয়ারিতে হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ফেব্রুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগ। আর অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএল। ২০১৭ সালে জাতীয় লিগ শুরু হয়েছে সেপ্টেম্বরে, শেষ হয়েছে ডিসেম্বরে। এই জাতীয় লিগ ২০১৮ সালেও হয়তো একই সময় অনুসরণ করবে।

এবার বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচি

সময়- প্রতিপক্ষ- সিরিজ-টুর্নামেন্ট- আয়োজক

জানুয়ারি- জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা- মিরপুরে ৩ জাতি ওয়ানডে সিরিজ

ফেব্রুয়ারি- শ্রীলঙ্কা- মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে ২ টেস্ট ও ২ টি-টোয়েন্টির সিরিজ

মার্চ- শ্রীলঙ্কা ও ভারত- কলম্বোয় ৩ জাতি টি-টোয়েন্টি সিরিজ

জুন- ওয়েস্ট ইন্ডিজ- ক্যারিবীয় সফরের সূচি নির্ধারিত হয়নি

সেপ্টেম্বর- এশিয়া কাপ- প্রতিপক্ষ-সূচি নির্ধারিত হয়নি

সেপ্টেম্বর- অস্ট্রেলিয়া- ডারউইন-কেয়ার্নসে ২ টেস্ট, ৩ ওয়ানডে সিরিজ

নভেম্বর-ডিসেম্বর- ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশে হতে যাওয়া ক্যারিবীয়দের পূর্ণাঙ্গ সফরের সূচি নির্ধারিত হয়নি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পূর্ণাঙ্গ সূচি,২০১৮,বাংলাদেশ ক্রিকেট দল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist