reporterঅনলাইন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা শিবিরে টেলিটকের বুথ, সিম বিক্রি বন্ধ

রোহিঙ্গা শরণার্থী শিবিরের প্রতিটি ক্যাম্পে আগামী তিন দিনের মধ্যে টেলিটকের বুথ বসানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সেখানে টেলিটক সিমের মাধ্যমে অভ্যন্তরীণ পর্যায়ে স্বল্পমূল্যে কথা বলতে পারবেন রোহিঙ্গারা। শনিবার বিটিআরসি কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণে যাতে ব্যত্যয় না ঘটে সেজন্য টেলিযোগাযোগের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে। গত ১ জুলাই থেকে অন্য অপারেটরের মাধ্যমে যে সকল সিমের মাধ্যমে রোহিঙ্গারা কথা বলছেন তা বন্ধ করে দেয়া হবে। তবে আপাতত রোহিঙ্গাদের কাছে কোন ধরনের সিম বিক্রি বা বিতরণ করা হবে না। একইসঙ্গে যে সকল সিম ব্যবহার হয়েছে সেগুলো শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, মূলত যে সব সিম রোহিঙ্গারা ব্যবহার করছেন, সেগুলো বায়োমেট্রিক করা। আমাদের দেশের লোকেরা বেশি দামে রোহিঙ্গাদের হাতে নিজেদের সিম তুলে দিচ্ছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। এসব সিম দিয়ে কোনো ধরনের অপরাধ সংগঠিত হলে সিমের মূল মালিককে শাস্তির আওতায় আনা হবে।

তারানা হালিম আরও বলেন, টেলিটক ছাড়া অন্য যে সব অপারেটরের সিম রোহিঙ্গারা ব্যবহার করছেন তা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হচ্ছে। আপাতত কোনো ধরনের সিম দেয়া হবে না। তারা টেলিটকের বুথের মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলবেন।

এদিকে সংবাদ প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা শরণার্থীদের জন্য মানবিক। তাদের খাদ্য, স্বাস্থ্য নিয়ে আন্তরিক। তাদের যোগাযোগের বিষয় নিয়েও আন্তরিক।

পিডিএসও/.তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোহিঙ্গা,টেলিটক সিম,রোহিঙ্গাদের সিম ব্যবহার,রোহিঙ্গা ক্যাম্প,তারানা হালিম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist