reporterঅনলাইন ডেস্ক
  ২২ সেপ্টেম্বর, ২০১৭

ফেসবুকেই জন্মদিনের শুভেচ্ছা বেশি হচ্ছে!

ফেসবুকের মাধ্যমে প্রিয়জন আর বন্ধুদের জন্মদিনের শুভেচ্ছা বিনিময় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। গড়ে প্রতিদিন সাড়ে চার কোটির বেশি জন্মদিনের শুভেচ্ছা বিনিময় হয় বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আর এই হিসাব মতে, প্রতি ৩০ জনের ১ জন ব্যবহারকারী তার বন্ধু তালিকায় থাকা সদস্যদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকেন।

বর্তমানে ফেসবুক ব্যবহারকারীরা বন্ধুদের টাইমলাইনে শুভ জন্মদিনের শুভেচ্ছাই জানাচ্ছে না বরং বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করছেন। ফলে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে নতুনত্ব এসেছে। পাশাপাশি স্মরণীয় মুহূর্তের ভিডিও পোস্টের মাধ্যমে যে কারও জন্মদিনকে আরও বেশি উপভোগ্য করে তুলছে।

তবে জন্মদিনকে যেকোনও দাতব্য প্রতিষ্ঠানের জন্য উৎসর্গ করতে পারেন ফেসবুক ব্যবহারকারীরা। সেজন্য বিশেষ এই দিনটির দুই সপ্তাহ আগে সর্বোচ্চ সাড়ে ৭ লাখ গ্রাহককে চিহ্নিত করা যাবে। গ্রাহকরা বিষয়টি সম্পর্কিত একটি নোটিফিকেশন পাবেন এবং নির্দিষ্ট ব্যক্তির জন্মদিন উপলক্ষে দাতব্য প্রতিষ্ঠানে যে কোনও অংকের অর্থ দান করতে পারবেন। এ ধরনের একটি মানবিক ফিচার যুক্ত রয়েছে ফেসবুকে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেসবুকে জন্মদিন,জন্মদিনের শুভেচ্ছা,জন্মদিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist