reporterঅনলাইন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের বাণিজ্যিক কার্যক্রম চালু

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি। এর আগে গত সপ্তাহের রোববার এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন এ ক্যাবলের মাধ্যমে দেশ বাড়তি এক হাজার ৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাবে বলা হলেও এখন মাত্র ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ দেশের মধ্যে আনার সক্ষমতা আছে দেশের অভ্যন্তরের লিংকগুলোর। ফলে পুরো সেবা দেশের ভেতরে আসবে না।

বিএসসিএল ডিএসইকে জানিয়েছে, দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হওয়ায় কোম্পানিটি নতুন করে ১ হাজার ৫০০ গিগাবাইটের (জিবি) বেশি ব্যান্ডউইথ পাচ্ছে। কোম্পানিটির এমন ঘোষণার ফলে শেয়ারের মূল্য কিছুটা হলেও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে বিএসসিসিএল ১১৮ টাকা ৭০ পয়সায় দিন শেষ করলেও রোববার এ ঘোষণার পর থেকে ১১৯ টাকা ৫০ পয়সা শেয়ার মূল্য দিয়ে দিন শুরু করেছে। এদিকে সাবমেরিন ক্যাবল কর্তৃপক্ষ বলছে, গত বেশ কিছুদিন থেকেই এ ক্যাবলের প্রায় ৫০ জিবিপিএস ব্যান্ডউইথ তারা পরীক্ষামূলকভাবে ব্যবহার করছিলেন। এখন তা বাণিজ্যিকভাবে ব্যবহার হবে।

বর্তমানে ভারত থেকে প্রায় ২৫০ জিবিপিএস ব্যান্ডউইথ আসছে। আর বিএসসিসিএলের প্রথম ক্যাবল ১৮০ জিবিপিএস ব্যান্ডউইথ দেশে ব্যবহার হচ্ছে। ২০০৫ সালে বাংলাদেশ প্রথমবারের মতো সাবমেরিন ক্যাবল ‘সি-মি-ইউ-৪’-এ যুক্ত হয়, যার মাধ্যমে এখন প্রায় ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দ্বিতীয় সাবমেরিন ক্যাবল,বাণিজ্যিক কার্যক্রম,বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি,ঢাকা স্টক এক্সচেঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist