reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০১৭

ভারতে গুগলের ডিজিটাল পেমেন্ট সার্ভিস আসছে

মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল এবার ভারতে ‘তেজ’ নামে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সেবা চালু করতে যাচ্ছে গুগল। চলতি সেপ্টেম্বরেই দেশটিতে এ সেবা চালু করবে প্রতিষ্ঠানটি। আগামী ১৮ সেপ্টেম্বর ভারতের দ্রুত বর্ধনশীল ও বেশ প্রতিযোগিতামূলক ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে প্রবেশ করবে গুগল। খবর আইএএনএস।

১৮ সেপ্টেম্বর নয়াদিল্লিতে একটি ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠিয়েছে গুগল ইন্ডিয়া। এতে বলা হয়, ‘আমাদের পণ্য যাতে সবার প্রয়োজনীয়তা পূরণ করতে পারে তা নিশ্চিত করতে আমরা পদক্ষেপ নিয়ে চলেছি। আমরা আপনাদের একটি সংবাদ সম্মেলনের জন্য আমন্ত্রণ করছি যাতে আপনাদের সঙ্গে নতুন পণ্য উন্মোচন করতে পারি।’

ধারণা করা হচ্ছে অ্যান্ড্রয়েড পে’র মতোই কাজ করবে তেজ। দেশটিতে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা চালু করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া, যা পরিচালনা করে থাকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। এর মাধ্যমে মোবাইল প্লাটফর্মে দুটি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আর্থিক লেনদেন করা যায়।

এদিকে ২০১৭ সালের মধ্যে ভারতে ডিজিটাল পেমেন্ট তিন গুণ বাড়বে- আশা করছে দেশটির ইলেকট্রনিক অ্যান্ড আইটি মন্ত্রণালয়। এর জন্য প্রায় ৫০ লাখ ইলেকট্রনিক পয়েন্ট থাকবে বলে জানান তারা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিজিটাল পেমেন্ট সেবা,তেজ,ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস,ডিজিটাল পেমেন্ট,গুগল ডিটিটাল পেমেন্ট সার্ভিস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist