reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০১৭

বিশ্ব আইটি সম্মেলনে ১০টি পুরস্কার অর্জন বাংলাদেশের

তাইওয়ানে অনুষ্ঠিত বিশ্ব আইটি সম্মেলনে (ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি-২০১৭), অ্যাসোসিও আইসিটি সামিট এবং অ্যাফ্যাক্ট প্লেনারি মিটিংয়ে এবার বাংলাদেশর অর্জন বিশাল। এসব অনুষ্ঠানে বাংলাদেশ আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ১০টি পুরস্কার লাভ করেছে। এবারই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে এ যাবত কালের মধ্যে সর্বোচ্চসংখ্যক অর্জন আদায় করে নিলো বাংলাদেশ।

তাইওয়ানের তাইপে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (টিআইসিসি) ১৩ সেপ্টম্বর সম্মেলনের শেষ দিনে তাইওয়ানের প্রধানমন্ত্রী উইলিয়াম লাই এবং উইটসা চেয়ারম্যান ইভোনি চিউয়ের উপস্থিতিতে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেয়া হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে সরকারি ও বেসরকারি পর্যায়ের অর্ধশতাধিক সদস্যের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ বছর তাইওয়ানে অনুষ্ঠিত বিশ্ব ও ভূ-আঞ্চলিক পর্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসংক্রান্ত সম্মেলনগুলোয় যোগদান করে।

বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি সংগঠন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা), এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্যপ্রযুক্তির শীর্ষ সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) এবং এশিয়া-প্যাসিফিক কাউন্সিল ফর ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (অ্যাফ্যাক্ট) কর্তৃক প্রদত্ত বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান পুরস্কার বিজয়ের গৌরব অর্জন করেছে, সেগুলো হলো :

উইটসা গ্লোব্যাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০১৭ মেরিট উইনার্স : বাংলাদেশ পোস্ট অফিস ‘মোবাইল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ‘সাসটেইনেবল গ্রোথ অ্যাওয়ার্ড’; আমরা নেটওয়ার্কস লিমিটেড ‘প্রাইভেট সেক্টর এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।

অ্যাসোসিও অ্যাওয়ার্ডস-২০১৭ উইনার্স : বাংলাদেশ পোস্ট অফিস ‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’; আমরা হোল্ডিংস লিমিটেড উই স্মার্ট সল্যুসন্স ‘আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি অ্যাওয়ার্ড’; বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড’; বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (আইটিএম) ‘আইসিটি এডুকেশন অ্যাওয়ার্ড’।

ই-এশিয়া-২০১৭ অ্যাওয়ার্ডস উইনার্স : ফাইবার অ্যাট হোম লিমিটেড (ইনফো-সরকার প্রকল্প) ‘ক্রিয়েটিং ইনক্লুসিভ ডিজিটাল অপরচ্যুনিটি অ্যাওয়ার্ড’; বিজনেস অটোমেশন লিমিটেড (হজ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রকল্প) ‘ওপেন ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড’; বাংলাদেশ পোস্ট অফিস (পোস্টাল ক্যাশ কার্ড : ব্যাংকিং টু দ্য আনব্যাংকড পিপল প্রকল্প) ‘ট্রেড ফ্যাসিলেটেশন অ্যান্ড ই-কমার্স অ্যাওয়ার্ড’।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিশ্ব আইটি সম্মেলন,ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,আন্তর্জাতিক পুরস্কার অর্জন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist