গোপালগঞ্জ প্রতিনিধি

  ২৫ জুলাই, ২০১৭

অনলাইনে উর্পাজনে তরুণ-তরুণীদের আগ্রহ বাড়ছে

গোপালগঞ্জে ঘরে বসেই অনলাইনে উর্পাজনে আগ্রহ বাড়ছে তরুণ-তরুণীদের। ফলে উচ্চ শিক্ষিত বেকার এসব তরুণ-তরুণীরা নিজেকে স্বনির্ভর করে তুলতে ঝুকঁছেন আউটসোর্সিং মার্কেটে। ইতিমধ্যে সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে গোপালগঞ্জ লার্নিং-আর্নিং প্রকল্পে প্রশিক্ষণ নিয়েছে ৮০ জন তরুণ-তরুণী। মঙ্গলবার দুপুরে নগরীর প্রকল্প কার্যালয়ে লার্নিং আর্নিং প্রকল্পের আওতায় প্রশিক্ষিত এসব তরুণ-তরুণীদের মেন্টরিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় অধিদপ্তরের অতিরিক্ত জেলা প্রশাসক শান্তি মনি চাকমা।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিজিকন টেকনোলজির মেন্টর প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান রনি এবং ট্রেনিং কো-অর্ডিনেটর আবদুল্লাহ জেহাদ। জানা যায়, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে দেশের বৃহত্তম বিজনেস আউট সোর্সিং কোম্পানি ডিজিকন টেকনোলজিস লিমিটেডের আওতায় লার্নিং আর্নিং প্রকল্পের মাধ্যমে গত ৫০ দিন ৮০ জন শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দেয়া হয়। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে উন্নত মানের ডিজিটাল ল্যাবে হাতে-কলমে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়।

ডিজিকন টেকনোলজিস লিমিটেডের মেন্টর প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান রনি জানান, ৫০ দিনের ট্রেনিং প্রোগ্রাম শেষে প্রশিক্ষিতদের জন্য ৩ মাসের মেন্টরিং সেশন চালু করা হয়েছে। এ সেশনে আউটসোর্সিং মার্কেটে উপার্জনের পদ্ধতির বিষয়ে আরো বেশি দক্ষতা অর্জন করবে প্রশিক্ষিতরা। এক্ষেত্রে তাদেরকে চূড়ান্ত ধারণা দেয়ার জন্য রয়েছেন ৪ জন অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষক।

এ বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তি মনি চাকমা বলেন, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আরো অগ্রগতি সাধন করবে বলে আশা করছি। তিনি বলেন, আউটসোর্সিংয়ে গ্লোবাল আইসিটি মার্কেটকে কাজে লাগিয়ে ঘরে বসেই তরুণরা এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে বৈদেশিক অর্থ উপার্জন করতে পারছে। সঠিক মূল্যায়নের মাধ্যমে এ প্রকল্প চলতে থাকলে এক সময় দেশের শিক্ষিত কোন তরুণ-তরুণী বেকার থাকবে না।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনলাইনে উর্পাজনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist