reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জুলাই, ২০১৭

সিলভার প্লে বাটন

ইউটিউব’র সম্মাননা পেল বাংলাদেশের ধ্রুব মিউজিক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব থেকে সিলভার প্লে বাটন উপহার পেল বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ। অবশ্য বিষয়টি জানা হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল গতকাল ১৮ জুলাই মঙ্গলবার। ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবের দেওয়া পুরস্কার হাতে পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব অতিক্রম করায় ধ্রুব মিউজিক স্টেশনকে ইউটিউব কর্তৃপক্ষ সিলভার প্লে বাটন সম্মাননা প্রদান করেছে। উল্লেখ্য প্রতিষ্ঠিানটির ইউটিউবের বর্তমান সাবস্ক্রাইবার ২ লাখের ওপরে। সম্মাননা গ্রহল করার পর ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার কণ্ঠশিল্পী ধ্রুব গুহ- শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকসহ ধ্রুব মিউজিক স্টেশনের সব ভিডিওর সঙ্গে সম্পৃক্ত কলাকুশলীর পাশাপাশি দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই সম্মাননা কেবল ধ্রুব মিউজিক স্টেশনের নয়, পুরো বাংলাদেশের, সকল বাংলা সঙ্গীত প্রেমীদের। সেইসঙ্গে এও জানান যে, ধ্রুব মিউজিক স্টেশন প্রতিষ্ঠার পর থেকে বাংলা সঙ্গীতকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। আগামীতেও ধ্রুব মিউজিক স্টেশন তাদের এই ধারা অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন তিনি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধ্রুব মিউজিক,ইউটিউব’র সম্মাননা,সিলভার প্লে বাটন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist