reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুন, ২০১৭

আ্যাপস নির্ভর পরিবহন সেবা আসছে ঢাকায়

আ্যাপস নির্ভর পরিবহন সেবা আসছে রাজধানী ঢাকায়। অর্থাৎ সরকার ঢাকা মহানগরীতে উবারসহ অন্যান্য মোবাইল অ্যাপ নির্ভর যাত্রী পরিবহন সেবা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চায় বলে জানিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই লক্ষ্যে খসড়া নীতিমালা প্রণয়নের কাজ চলছে। নীতিমালা চূড়ান্ত করতে জনগণের পাশাপাশি শিগগিরই অংশীজনদেরও মতামত নেওয়া হবে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে উবারের ইস্ট রিজিওনের পাবলিক পলিসি বিষয়ক প্রধান চাঁদ তুলালের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাতকালে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক ও বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওবায়দুল কাদের বলেন, প্রযুক্তি নির্ভর সেবা থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। তবে এ সব সেবা দেশের প্রচলিত আইন ও কাঠামোর আওতায় আনতে হবে। তিনি বলেন, উন্নত বিশ্ব বা বিশ্বের জনবহুল নগরীর মতো ঢাকা মহানগরীতে মোবাইল অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা পরিচালনায় যাত্রী স্বার্থের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরিবহন সেবা,আ্যাপস নির্ভর,ঢাকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist