reporterঅনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল, ২০১৭

বাজারে আসছে ফ্লাইং মেশিন (ভিডিও)

অনেকটা মোটরবাইকের মতো দেখতে। তবে মাটিতে নয়, এটি উড়তে পারে খোলা আকাশে। এমন একটি যান তৈরি করেছে আমেরিকার সিলিকন ভ্যালির একটি স্টার্টআপ সংস্থা 'কিটি হক'। ফ্লায়ার নামে ওই যানের প্রোটোটাইপ সম্প্রতি আকাশে ডানা মেলে উড়েছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের শেষেই এটি কিনতে পারবেন আমেরিকার মানুষজন। আপাতত অবশ্য ‘কিটি হক’-এর কাছে ১০০ ডলার জমা দিয়ে তিন বছরের জন্য সদস্যপদ নিতে পারেন তারা। তার পর শুধু এর মালিকানা হাতে পাওয়ার অপেক্ষা।

আটটি মোটরে চলবে এই ‘ফ্লাইং মেশিন’। এবং তা হেলিকপ্টারের মতোই সরাসরি পানিতে নামতে পারে। ১০০ কিলোগ্রাম ওজনের ওই যান প্রতি ঘণ্টায় ২৫ মাইল বেগে মাটি থেকে ১৫ ফুট উচ্চতায় উড়তে পারে। ‘ফ্লায়ার’-এ চড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে অবশ্য কোনও লাইসেন্স লাগবে না। বরং সংস্থাটি দাবি করেছে, মাত্র দুই ঘণ্টার চেষ্টাতেই এটি চালানোয় হাত পাকাতে পারবেন যে কেউ।

‘কিটি হক’-এর প্রেসিডেন্ট সেবাস্তিয়ান থ্রান-এর আগে গুগলের ভাইস প্রেসি়ডেন্ট পদে কাজের অভিজ্ঞতা রয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের অধ্যাপক সেবাস্তিয়ান জানিয়েছেন, প্রোটোটাইপের থেকে বেশ আলাদা ডিজাইনের হবে ‘ফ্লায়ার’। তবে এখনও পর্যন্ত এর জন্য খরচ পড়বে তা জানাননি তিনি।

‘ফ্লায়ার’ চড়ার অভিজ্ঞতা কেমন? প্রশ্নের জবাবে লেখক সিমেরন মরিসে বলেন, মনে হল, যেন উড়ন্ত কোনও মোটরসাইকেলে বসে রয়েছি। এ যেন স্বপ্নের মতোই উড়ন্ত।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফ্লাইং মেশিন,আমেরিকা,প্রযুক্তি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist