reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মার্চ, ২০১৭

ফেসবুকে বাংলাদেশ ডেস্ক করার দাবি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের জন্য আদালা ডেস্ক রাখার অনুরোধ করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ৩০ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো নির্ধারণ করা হয়। ফেসবুক বন্ধ করে দেয়া হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের আহ্বানে ফেসবুক সাড়া না দিলে আমরা ফেসবুক বন্ধ করবো না। আমাদের বিশ্বাস দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব।

তারানা হালিম বলেন, যেহেতু ফেসবুক সারাবিশ্বে চলে, তাই বাংলাদেশসহ অন্যান্য দেশের জন্য যাতে আলাদা আলাদা ডেস্ক রাখা হয় সে অনুরোধ জানানো হবে। এর উদ্দেশ্য নিজ নিজ দেশের সংস্কৃতির ওপর ভিত্তি করে সমস্যার সমাধান করা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটে এমন বিষয়ে প্রতিকার সংক্রান্ত সহযোগিতা চাওয়া হবে। তদন্ত চলছে এমন সব মামলার বিষয়ে তথ্য চাইবো। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে ভেরিফিকেশন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন চাইবো।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক কর্তৃপক্ষের কাছে সাইবার ক্রাইম বন্ধে সহযোগিতা চাওয়াসহ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে নীতিমালা বাস্তবায়নেরও অনুরোধ জানানো হবে। তিনি বলেন, আগামী ৩০ মার্চ সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে ফেসবুক কর্তৃপক্ষের সাইবার ক্রাইম বন্ধে সহযোগিতা চাওয়াসহ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে নীতিমালা বাস্তবায়নের অনুরোধ জানানো হবে। ওই সময়ই তাদের কাছে বাংলাদেশের জন্য পৃথক ডেস্ক খোলারও অনুরোধ জানানো হবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেসবুক,বাংলাদেশ ডেস্ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist